Udit Narayan Trolled

এক চুমুতে রক্ষে নেই, ফের গাইতে গাইতে অনুরাগীর ঠোঁটে ঠোঁট রাখলেন উদিত!

এ বার প্রকাশ্যে এল আরও এক ভিডিয়ো। সেখানে ফের তরুণী অনুরাগীর ঠোঁটে ঠোঁট রাখলেন উদিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৭
Share:

প্রকাশ্যে উদিতের আরও এক ভিডিয়ো। ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে চুমুকাণ্ডে সমালোচনায় বিদ্ধ উদিত নারায়ণ। গোটা দেশে ভাইরাল চুম্বনরত উদিতের ভিডিয়ো। তরুণী ভক্তকে চুমু খাওয়ার পুরনো ঝলক দেখে নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে এটাই একমাত্র, এমন নয়। একের পর এক চুম্বন ভিডিয়ো প্রকাশ্যে আসছে, সবই উদিতের গানের মঞ্চে। এ বার প্রকাশ্যে এল আরও এক ভিডিয়ো, সেখানে ফের তরুণী অনুরাগীর ঠোঁটে ঠোঁট রাখেন উদিত। কায়দাও প্রায় একই— গালে চুম্বনের পরিবর্তে সোজা ঠোঁটে চুমু দেন উদিত।

Advertisement

এ বার যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, মঞ্চে হাঁটু মুড়ে বসে উদিত। মঞ্চের নীচে চারপাশে ঘিরে ধরেছেন অনুরাগিণীরা। এ বারও এক তরুণী এগিয়ে আসেন নিজস্বী তোলার অনুরোধ নিয়ে। ছবি তোলার পর পিছন থেকে আলিঙ্গন করে গালে গাল ঠেকান উদিত। তার পর সোজা ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে দেন তরুণীর। দিন কয়েক আগে যে ভিডিয়ো ভাইরাল হয় সেখানেও প্রায় এই একই ভাবে তিনি চুম্বন করেছেন অনুরাগিণীকে।

বছর কয়েক আগে সেরা গায়িকার পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন শ্রেয়া ঘোষাল। তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন উদিত এবং মালাইকা অরোরা। কিন্তু মঞ্চে উঠতেই শ্রেয়াকে জড়িয়ে ধরে তাঁর গালে চুম্বন করেন উদিত। দৃশ্যতই অপ্রস্তুত হয়ে পড়েন শ্রেয়া, তাঁর অভিব্যক্তি ধরা পড়ে ভিডিয়োয়। যদিও তখনই খানিকটা হেসে বিষয়টি সামাল দেন গায়িকা। সেই ভিডিয়োও সম্প্রতি উঠে এসেছে সমাজমাধ্যমে। একই রকম ভাবে মঞ্চে উদিতের চুম্বনে অপ্রস্তুত হয়েছেন অলকা যাজ্ঞিকও।

Advertisement

এ ধরনের দু’-তিনটি ভিডিয়ো নিয়ে আরও এক বার ঝড় উঠেছে সমাজমাধ্যমে। নেটাগরিকেরা স্পষ্টই বর্ষীয়ান গায়কের দিকে আঙুল তুলছেন। ইতিমধ্যেই উদিতের বন্ধু অভিজিৎ তাঁকে ‘খেলোয়াড়’ তকমা দিয়ে ফেলেছেন।

তবে উদিত অবশ্য এ সব বিষয়ে পাত্তা দিতে নারাজ। বরং তাঁর মতে এ ভাবে তাঁর জনপ্রিয়তা নাকি আরও বেড়েছে। উদিতের কথায়, ‘‘আসলে অনুরাগীরা আমাদের দেখে পাগলের মতো করতে থাকেন। আমি নিপাট ভদ্রলোক। ওঁরা যখন সামনে থেকে এতটা ভালবাসা দেন, তখন সেটা আগ্রাহ্য কি করা যায়! দেখুন অনুষ্ঠানে অনুরাগীরা হাত ধরতে চায়। ছবি তুলতে চায়, কেউ হাতে চুমু দেয়। এ সব বিষয়ে বেশি মাথা ঘামানো উচিত নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement