Entertainment News

মাত্র তিনজন জানতেন কর্ণ জোহরের বাবা হওয়ার খবর!

পরিকল্পিতভাবে, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে কাজটা করেছেন কর্ণ জোহর। নিজের আত্মজীবনী প্রকাশের অনুষ্ঠানে যদিও একটা আভাস তিনি দিয়েছিলেন। বলেছিলেন, খুব শীঘ্রই বাবা হতে চান তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৭ ১১:২৩
Share:

পরিকল্পিতভাবে, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে কাজটা করেছেন কর্ণ জোহর। নিজের আত্মজীবনী প্রকাশের অনুষ্ঠানে যদিও একটা আভাস তিনি দিয়েছিলেন। বলেছিলেন, খুব শীঘ্রই বাবা হতে চান তিনি। কিন্তু সেটা যে এত শীঘ্রই বাস্তব হবে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি কেউ। সম্প্রতি সারোগেসি পদ্ধতিতে যশ ও রুহি— দুই যমজ পুত্র ও কন্যা সন্তানের বাবা হয়ে তামাম ভক্তকূলকে চমকে দিয়েছেন কর্ণ। কর্ণ জানিয়েছেন, এই সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক মানসিক প্রস্ততির মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে।

Advertisement

কিন্তু যে সিদ্ধান্ত নেওয়ার আগে এত প্রস্তুতি, এত আটঘাট বাধা সেই সিদ্ধান্তের কথা জানতে পারেনি কাকপক্ষীও। শুধু ব্যতিক্রম তিন জন। সংবাদ সংস্থা সূত্রে খবর, বলিউডের খুব কাছের তিনজন মানুষই কর্ণের এই সিদ্ধান্তের কথা জানতেন। কারা তাঁরা?

আরও পড়ুন: সানিকে নিয়ে এ কী টুইট করলেন রামগোপাল!

Advertisement

এই তিনজনই জানতেন গোপন খবরটা

প্রথম জন করিনা কপূর খান, দ্বিতীয় জন মণীশ মালহোত্র ও তৃতীয় জন গৌরী খান।

এর মধ্যে কর্ণের সঙ্গে প্রথম ও দ্বিতীয় জনের বন্ধুত্বের কথা ইন্ডাস্ট্রিতে বহুল আলোচিত। শাহরুখের সঙ্গে কর্ণের বন্ধুত্বের কথাও নতুন করে কিছু বলার নেই। কিন্তু এক্ষেত্রে বন্ধু শাহরুখ নয়, বরং শাহরুখ-পত্নী গৌরীর সঙ্গেই জীবনের গোপনতম কথাটি শেয়ার করেছিলেন কর্ণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement