Entertainment News

‘একা নয় একান্নবর্তী’-তে রঙের ছোঁয়া

মনোহরের চরিত্রে দুলাল লাহিড়ির অভিনয়ের প্রশংসা করছেন দর্শক। এ ছাড়া শকুন্তলা বড়ুয়া, দোলন রায়, নমিতা ভট্টাচার্য, রেশমি ভট্টাচার্য, পৃথা চন্দ, আর্য চন্দ্রের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ধারাবাহিক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৯ ১৮:৩৩
Share:

ধারাবাহিকে শুটিংয়ের দৃশ্য।

রঙের উত্সব আসছে। দোল। দেশ জুড়ে চলছে তার প্রস্তুতি। টেলি পর্দাই বা বাদ যাবে কেন? বিভিন্ন ধারাবাহিকের গল্পে এখন রঙের ছোঁয়া। তেমন ছবিই দেখা যাবে ছয় মাসের মেগা ‘একা নয় একান্নবর্তী’-তে।

Advertisement

দেবীদাস ভট্টাচার্যর পরিচালনায় এই ধারাবাহিকে সঞ্চারী নামের চরিত্রটি দর্শকদের কাছে জনপ্রিয়। চিত্রনাট্য অনুযায়ী, মনোহরদের বাড়িতে সবার মন জয় করে নেয় সে। ছোটবেলা থেকে যে একান্নবর্তী পরিবারের স্বপ্ন দেখেছিল সঞ্চারী সেই স্বপ্নের পরিবারের সঙ্গে এই পরিবারের মিল খুঁজে পায় সে। বাড়ির সকলে ঠিক করে এ বারের দোল উৎসব বড় করে পালন করবে। সেই পরিকল্পনা মতো, পরিবারের সকলে দোলে উৎসবে মেতে উঠে। মনোহরের চোখে জল। এমন একটা পরিবারেরই স্বপ্ন তো দেখেছিলেন তিনি। সঞ্চারী ও কুশল এই ভাবে মনোহরের স্বপ্নের পরিবারকে এক সুতোয় বেঁধে রাখতে পারবে কি?

মনোহরের চরিত্রে দুলাল লাহিড়ির অভিনয়ের প্রশংসা করছেন দর্শক। এ ছাড়া শকুন্তলা বড়ুয়া, দোলন রায়, নমিতা ভট্টাচার্য, রেশমি ভট্টাচার্য, পৃথা চন্দ, আর্য চন্দ্রের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ধারাবাহিক।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, প্রতিদিনের বন্ধু ‘শঙ্কর মুদি’কে চেনেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement