Orry

‘সব খাবার উগরে দিয়ে শৌচাগারে ঘুমিয়ে পড়তাম’, তিন বছর আগেও ওরির জীবন কতটা আলাদা ছিল?

তাঁর পেশা কী, তা নিয়ে স্পষ্ট উত্তর প্রায় কারও কাছেই নেই। বলা ভাল, হঠাৎ করে বলিউডে আবির্ভাব ওরির। তবে বেশ কয়েক বছর আগে নাকি দেখতেও অন্য রকম ছিল তাঁকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৯:২১
Share:

ওরি আগে কেমন ছিলেন? ছবি: সংগৃহীত।

বলিউডের অন্যতম চর্চিত নাম ওরি তথা ওরহান অবাত্রামণি। বি-টাউনের প্রায় সব তারকার সঙ্গেই তাঁর ওঠাবসা। কিন্তু তাঁর পেশা কী, তা নিয়ে স্পষ্ট উত্তর প্রায় কারও কাছেই নেই। বলা ভাল, হঠাৎ করে বলিউডে আবির্ভাব ওরির। তবে বেশ কয়েক বছর আগে নাকি দেখতেও অন্য রকম ছিল তাঁকে। নিজেই সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।

Advertisement

২০২৩-এর প্রথম দিকেও নাকি চেহারা বেশ ভারী ছিল। কিন্তু প্রতিজ্ঞা করেছিলেন, যে করে হোক ওজন কমিয়ে ছাড়বেন। ওরি বলেছেন, “সেই সময়ে আমার বিরাট চেহারা ছিল। ওজন ছিল ৭০ কেজি। সেই বছরই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাকে বিখ্যাত হয়ে উঠতে হবে। কিন্তু মোটা হয়ে তো আর বিখ্যাত হওয়া যায় না!”

এর পরেই ওজন কমানোর সিদ্ধান্ত নেন তিনি। ওরির কথায়, “পাঁচ ফুট উচ্চতা আর মোটা একটা ছেলেকে কেউ টিভিতে দেখতে চাইবে না। তাই প্রায় খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছিলাম। এক এক দিন ঘুম থেকে ওঠার পরে ঘাড়ে অসহ্য যন্ত্রণা হত। এমনও হয়েছে রাতের খাবার বমি করে উগরে দিয়ে শৌচাগারে ঘুমিয়ে পড়েছি। তবে আমার এই কষ্ট কাজে দিয়েছিল। ওজন কমিয়েছিলাম আমি। আমি যা চাইছিলাম, সেটা পেয়েছিলাম।”

Advertisement

উল্লেখ্য, কিছু দিন আগেই বৈষ্ণোদেবী মন্দির সংলগ্ন অঞ্চলে মদ্যপান করে বিপাকে পড়েছিলেন ওরি তথা ওরহান অবাত্রামণি। মন্দিরের আশপাশের এলাকায় মদ্যপান করা বা আমিষ খাওয়া নিষিদ্ধ। কিন্তু কাটরার এক হোটেলে সাত বন্ধুর সঙ্গে মদ্যপান করছিলেন ওরি, যার জেরে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে এই প্রথম নয়। এর আগেও একাধিক বার বিতর্কে জড়িয়েছেন ওরি। তবে বিতর্ক নিয়ে যেন একেবারেই ভাবিত নন ওরি। বরং তিনি আত্মমগ্ন থাকতেই ভালবাসেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement