Entertainment News

প্যাডম্যান-এর গান রিলিজ, স্ত্রীকে খুশি রাখার ‘পাসওয়ার্ড’ জানালেন অক্ষয়

হ্যাঁ, আক্ষরিক অর্থেই ‘পাসওয়ার্ড’। কেন জানেন? কারণ লক্ষ্মীকান্ত (অক্ষয় কুমার), তাঁর স্ত্রী গায়ত্রীকে (রাধিকা আপ্তে) এতটাই ভালবাসেন যে, তাঁর জন্য নিত্য নতুন আবিষ্কার করতেও পিছপা হন না। স্ত্রী-ই তাঁর নতুন কাজের অনুপ্রেরণা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৭ ১৮:৪৬
Share:

‘আজ সে তেরি’ গানের একটি দৃশ্যে অক্ষয় কুমার ও রাধিকা আপ্তে। ছবি: ইউটিউবের সৌজন্যে।

স্ত্রী-কে খুশি রাখার জন্য আপনি কী কী করেন? ‘প্যাডম্যান’-এর নতুন গানে তা নিয়েই নানা ‘টিপস’ দিয়েছেন বলিউডের খিলাড়ি।

Advertisement

অসাধারণ একটি ট্রেলরের পর এ বার মুক্তি পেল অক্ষয়ের ‘প্যাডম্যান’ ছবির নতুন গান ‘আজ সে তেরি’। এই গানেই স্ত্রীকে ভালবাসার, খুশি রাখার ‘পাসওয়ার্ড’ জানিয়েছেন অক্ষয় কুমার।

হ্যাঁ, আক্ষরিক অর্থেই ‘পাসওয়ার্ড’। কেন জানেন? কারণ লক্ষ্মীকান্ত (অক্ষয় কুমার), তাঁর স্ত্রী গায়ত্রীকে (রাধিকা আপ্তে) এতটাই ভালবাসেন যে, তাঁর জন্য নিত্য নতুন আবিষ্কার করতেও পিছপা হন না। স্ত্রী-ই তাঁর নতুন কাজের অনুপ্রেরণা।

Advertisement

কেমন আবিষ্কার জানেন? এক দিন পেঁয়াজ কাটতে কাটতে স্ত্রীকে কাঁদতে দেখেছিলেন। চোখের জল রুখতে পেঁয়াজ কাটার মেশিনই আবিষ্কার করে ফেললেন লক্ষ্মীকান্ত। আবার, সাইকেলের সামনের রডে স্ত্রী-র বসতে অসুবিধার জন্য কেরিয়ারে চেয়ার বসিয়ে ফেলেছেন লক্ষ্মীকান্ত। এ ভাবেই এক দিন, পিরিয়ডের সময় গায়ত্রীর স্বাস্থ্যের কথা ভেবেই কম দামে স্যানিটরি প্যাড তৈরি করে ফেলেন তিনি।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

‘প্যাডম্যান’ ছবির এই নতুন গানে অক্ষয় ও রাধিকার কেমিস্ট্রিও নজর কেড়েছে দর্শকদের। গানটি গেয়েছেন অরিজিত্ সিংহ। কম্পোজার অমিত ত্রিবেদী। গানটি অক্ষয় নিজেই শেয়ার করেছেন টুইটারে।

ছবিটি একটি কমেডি ড্রামা। তামিলনাড়ুর বাসিন্দা অরুণাচলম মুরুগানাথমের জীবন নিয়ে গড়ে উঠেছে ছবিটি। ঋতুকালে দরিদ্র মেয়েদের সমস্যা কমাতে অরুণাচলম শুরু করেছিলেন প্যাড তৈরি করা। এ জন্য তাঁকে সমাজে বহু ব্যাঙ্গ-বিদ্রুপের মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু তিনি থামেননি। সত্যিকারের ‘সুপারহিরো’-র সেই লড়াই নিয়েই অক্ষয়ের ‘প্যাডম্যান’-এর গল্প তৈরি হয়েছে।

আরও পড়ুন, ২০১৭-এ আপনার পছন্দের সেরা বলিউড হিরো কে? ভোট দিন

আরও পড়ুন, আপনার বিচারে টলিউডের সেরা নায়িকা কে?

পরিচালক আর বাল্কি-র ‘প্যাডম্যান’ মুক্তি পাওয়ার কথা নতুন বছরে, ২৬ জানুয়ারি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন