Mahira Khan

ভারতে নিষিদ্ধ হয়ে পাকিস্তানের কাছে বড় আর্জি! বলিউডে কি আর ফিরতে চান পাক নায়িকা মাহিরা?

পাকিস্তানের এক অনুষ্ঠানে মাহিরাকে প্রশ্ন করা হয়েছিল, ভারতে নিষিদ্ধ হওয়ার পরেও কি ভবিষ্যতে নিজেকে বলিউডে আর দেখতে চান?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ১৮:৩৪
Share:

বলিউডে ফিরতে চান মাহিরা খান? ছবি: সংগৃহীত।

পহেলগাঁও কাণ্ডের পরে ভারতে নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানি শিল্পীরা। ওই ঘটনার ঠিক ১৫ দিনের মাথায় পাকিস্তানের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুর’ নামে সেই অভিযানের জয়জয়কার হয় দেশ জুড়ে। কিন্তু ওই অভিযানের নিন্দা করেছিলেন বলিউডে কাজ করা পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। কিন্তু ‘অপারেশন সিঁদুর’-এর নিন্দা করার পরে তাঁর দিকে কটাক্ষ ধেয়ে যায়। এমনকি, বলিউডের ছবির পোস্টার থেকেও বাদ পড়েন তিনি। এই অবস্থায় নিজের দেশের কাছেই এক আর্জি জানালেন মাহিরা। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল।

Advertisement

পাকিস্তানের এক অনুষ্ঠানে মাহিরাকে প্রশ্ন করা হয়েছিল, ভারতে নিষিদ্ধ হওয়ার পরেও কি ভবিষ্যতে নিজেকে বলিউডে আর দেখতে চান? উত্তরে মাহিরা বলেন, “আমার মনে হয়, এ বার আমাদের নিজেদের দেশের বিনোদন জগতে মন দেওয়া উচিত। পাকিস্তানের চলচ্চিত্র জগৎকে আরও মজবুত দেখতে চাই।”

ভারতে নিষিদ্ধ হওয়া নিয়ে মাহিরা বলেন, “আমি বয়কট সংস্কৃতিতে বিশ্বাস করি না। এটা অনেক বড় ক্ষেত্রের জন্য বলছি। কোনও কিছু নিষিদ্ধ করার পক্ষে আমি কখনওই নই। কিন্তু পরিস্থিতিই এমন যে, আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি। কারণ, সকলেই নিজের দেশের প্রতি শ্রদ্ধাশীল।”

Advertisement

মাহিরার দাবি, নিষিদ্ধ হওয়া নিয়ে তিনি আর ভাবতে চান না। বরং এ বার নিজের দেশ অর্থাৎ পাকিস্তান যাতে বিনোদন ক্ষেত্রে আরও উন্নত হয়ে ওঠে সেই ইচ্ছা রাখেন। তাঁর কথায়, “আমাদের এখন একটাই লক্ষ্য হওয়া উচিত। নিজেদের উন্নতির জন্য নিজেদের ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করা উচিত। সেটা যত দ্রুত সম্ভব শুরু করতে হবে।”

উল্লেখ্য, মাহিরা খান ‘রইস’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছিলেন। দুই অভিনেতার রসায়ন পছন্দ করেছিলেন দর্শক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement