(বাঁ দিকে) স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছল, (ডান দিকে) পলক মুচ্ছল। ছবি: সংগৃহীত।
গত রবিবার, ২৩ নভেম্বর বিয়ের আসর বসে স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের। কিন্তু, নিমেষে যেন বদলে গেল সব। স্মৃতির বাবা হৃদ্রোগে আক্রান্ত হন। এ দিকে, সোমবার সকালে অসুস্থ হয়ে পড়েন স্মৃতির হবু স্বামী পলাশ মুচ্ছল। এর পর নিজের সমাজমাধ্যমে থেকে গায়ে হলুদ থেকে বাগ্দান বিয়ে সংক্রান্ত যাবতীয় পোস্ট সরিয়ে দেন স্মৃতি। পলাশ-স্মৃতির বিয়ে যে স্থগিত হয়েছে জানিয়ে দিলেন পলাশের বোন পলক মুচ্ছল। ফের কোন তারিখ বসবে বিয়ের আসর?
স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা অসুস্থ হওয়ায় রবিবার বিয়ে বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন পলাশ। স্মৃতির মা জানান, পলাশ স্মৃতির বাবার অত্যন্ত ঘনিষ্ঠ। তাই তাঁর অসুস্থতার খবরে ধাক্কা খান গীতিকার। খুব ভেঙে পড়েছিলেন তিনি। রবিবার রাত থেকে ধুম জ্বর ছিল তাঁর। সঙ্গে বদহজমের সমস্যা। সোমবার সকালে হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। স্মৃতির বাবা অসুস্থ হওয়ার পরে কান্নায় ভেঙে পড়েছিলেন পলাশ। স্মৃতির মায়ের কথায়, “কাঁদতে কাঁদতে পলাশ অসুস্থ হয়ে পড়ে। ওকে চার ঘণ্টা হাসপাতালে রাখতে হয়। আইভি ড্রিপ চালু করা হয়েছিল, ইসিজি করা হয়েছিল। রিপোর্ট সব স্বাভাবিক। কিন্তু ওর মাথায় চাপ পড়েছে।” এ বার পলক বিবৃতি দিয়ে লেখেন, ‘‘পলাশ ও স্মৃতির বিয়ে আপাতত স্থগিত। এমন সময় আমাদের গোপনীয় বজায় রাখার অনুরোধ করছি।’’ গত কয়েক দিন ধরেই সমাজমাধ্যমে পাতা ভর্তি ছিল স্মৃতি ও পলাশের বিয়ে বিভিন্ন অনুষ্ঠানের ভিডিয়োয়। কখনও সপরিবার নাচছেন তাঁরা। কখনও আবার পলাশের সঙ্গে প্রেমমাখা মুহূর্তে ক্যামেরাবন্দি হয়েছেন ক্রিকেটতারকা। এই মুহূর্তে স্মৃতির বাড়ি সাংলি থেকে মুম্বই ফিরে এসেছেন পলাশ। ফের কবে বসবে বিয়ের আসর সেই প্রসঙ্গে মুখে কুলুপ দু’পক্ষেরই।