স্মৃতি ও পলাশের সম্পর্কে আশা কি রয়েছে? ছবি: সংগৃহীত।
বাতিল স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে। রবিবার দুপুরে নিজের সমাজমাধ্যমে স্মৃতি ঘোষণা করেন, বিয়েটা আর হচ্ছে না। তার কিছুক্ষণের মধ্যে পলাশও জানিয়ে দেন, সম্পর্ক থেকে তিনি সরে এসেছেন। স্মৃতি ও পলাশ দু’জনেই ইনস্টাগ্রামে পরস্পরকে ‘আনফলো’ করেন। এর মাঝেই মাঠে ফিরেছেন স্মৃতি। ক্রিকেটতারকার ভাই সেই ছবি নিজের সমাজমাধ্যমে পোস্ট করেছেন। এত কিছু ঘটে গিয়েছে কয়েক দিনের মধ্যে। তবু যেন মন্ধানা পরিবারের সঙ্গে যোগাযোগ রয়ে গিয়েছে পলাশের।
২৩ নভেম্বর বিয়ে হওয়ার কথা ছিল স্মৃতি ও পলাশ মুচ্ছলের। তার আগের দিন হয়ে গিয়েছিল গায়েহলুদ, মেহেন্দি ও সঙ্গীত অনুষ্ঠান। সঙ্গীত অনুষ্ঠানে স্মৃতি ও পলাশের নাচের মুহূর্তও ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। কিন্তু বিয়ের দিন দুপুরে জানা যায়, অসুস্থ হয়ে পড়েছেন স্মৃতির বাবা। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এমনকি, পলাশেরও অসুস্থ হয়ে পড়ার খবর প্রকাশ্যে আসে।
পরে চিকিৎসকদের থেকে জানা যায়, মানসিক চাপ ও উদ্বেগজনিত সমস্যা হয়েছিল দু’জনেরই। এর পরেই বিভিন্ন জায়গা থেকে খবর ছড়ায়, সম্পর্কে প্রতারণা করছেন পলাশ। তবে সুরকার এই গুজব ভিত্তিহীন বলে দাবি করেছেন। শোনা যায়, স্মৃতির বাবাই নাকি পলাশকে হাতেনাতে ধরে ফেলেন। ক্রিকেটতারকার বাবার সঙ্গে কথা কাটাকাটি পর্যন্ত হয় পলাশের। তার জেরেই অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা।
যদিও এত কাণ্ড ঘটে যাওয়ার পরেও সমাজমাধ্যমে পলাশকে ‘অনুসরণ’ করছেন স্মৃতির বাবা-মা। এখান থেকেই নেটাগরিকদের অনেকে অনুমান করছেন, স্মৃতি-পলাশের সম্পর্কের মধ্যে আর কিছুই অবশিষ্ট নেই— এটা বলার মতো পরিস্থিতি এখনও হয়তো আসেনি। সেই সূত্রে এখনও কেউ কেউ আশার আলো দেখছেন।