(বাঁ দিকে) স্মৃতি মন্ধানা, (ডান দিকে) পলাশ মুচ্ছল। ছবি: সংগৃহীত।
২৩ নভেম্বর বিয়ে হওয়ার কথা ছিল স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের। কিন্তু ক্রিকেটতারকার বাবা আচমকাই অসুস্থ হয়ে পড়েন। চিন্তায় নাকি অসুস্থ হয়ে পড়েন পলাশও। খবর, পলাশের ‘প্রতারণা’র কারণে নাকি বিয়ে বাতিল হয়েছে। এই আবহে মুখ খোলেননি স্মৃতি বা পলাশ। তবে এক সপ্তাহের মাথায় হাসিমুখে দেখা গেল পলাশকে। বিমানবন্দরে ক্যামেরাবন্দি তিনি। চললেন কোথায়?
স্মৃতির সঙ্গে বিয়ে স্থগিত হওয়ার পর পলাশকে নিয়ে নানা ধরনের অভিযোগ এনেছেন একাধিক নারী। যদিও এই বিয়ে প্রসঙ্গে বার বার পলাশের মা জানিয়েছেন, স্মৃতি ও তাঁর ছেলে, দু’জনেই কষ্টে আছেন। তিনি এ-ও জানান যে, তাঁদের বিয়ে খুব শীঘ্রই হবে। বরযাত্রী নিয়ে গিয়েও ফিরে আসতে হয়েছে পলাশকে। এ বার বিমানবন্দরে বাবা-মায়ের সঙ্গে দেখা গেল পলাশকে। ক্যামেরা দেখে হাসেনও খানিক। অনেকেরই ধারণা, মান-অভিমান ভুলে হয়তো ফের কাছাকাছি এসেছেন পলাশ-স্মৃতি। তাতেই হয়তো খানিক স্বস্তি পলাশের মনে।
বিমানবন্দরে ক্যামেরাবন্দি পলাশ। ছবি: সংগৃহীত।
ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন স্মৃতির বাবাও। গুঞ্জন, ফের হয়তো পলাশের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে পারেন স্মৃতি। সম্প্রতি পলাশ ও স্মৃতি, একইসঙ্গে একই সময়ে নিজেদের ইনস্টাগ্রামের ‘বায়ো’তে একটি বিশেষ ইমোজি ব্যবহার করেন। বহু চর্চিত নীল রঙের ‘এভিল আই’ চিহ্ন দেখা যায় তাঁদের ‘বায়ো’তে যা সাধারণত কুনজর থেকে বাঁচায় বলে ধরে নেওয়া হয়। তার পর থেকেই অনুরাগীদের মধ্যে জল্পনা, তা হলে হয়তো স্মৃতি ফের বিয়ের পিঁড়িতে বসবেন! কেউ স্মৃতির মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ আবার ক্রিকেটতারকার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা নিয়ে তরজা জুড়েছেন সমাজমাধ্যমে। যদিও এই ঘটনায় এখনও নীরব স্মৃতি।