Samantha Wedding Update

বিয়ে করতে চলেছেন সমান্থা! খবর শুনে হবু স্বামী রাজের প্রাক্তন স্ত্রী করলেন কোন কটাক্ষ?

শোনা যায়, শোভিতার সঙ্গে নাগের বিয়ে হতেই নিজের সম্পর্কে সিলমোহর দিতে উতলা হয়ে ওঠেন সমান্থা। এ বার নাকি বিয়ে করতে চলেছেন তিনি!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ০৯:৪৫
Share:

বিয়ের পিঁড়িতে সামান্থা! কী বললেন হবু স্বামীর প্রাক্তন স্ত্রী? ছবি: সংগৃহীত।

ইতিমধ্যেই বিয়ে ভাঙার যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছেন সমান্থা রুথ প্রভু। এ বার প্রাক্তন স্বামী নাগ চৈতন্যের বিয়ের বছর ঘোরার আগে একই মাসে নাকি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী! পাত্র ‘ফ্যামিলি ম্যান ৩’ সিরিজ়ের নির্মাতা রাজ নিদিমরু। শোনা যাচ্ছে বিয়ে হবে কোয়েম্বত্তূরে, ঈশা ফাউন্ডেশনের অন্দরে। খবর কানে আসতেই গর্জে উঠলেন রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী।

Advertisement

কয়েক মাস ধরেই গুঞ্জন চলছিল তাঁদের প্রেমের। দেখা যাচ্ছিল, সমান্থা যেখানেই যাচ্ছেন, সঙ্গে রয়েছেন রাজ। কখনও একসঙ্গে তাঁরা তিরুপতির মন্দিরে, কখনও আবার বিমানে রাজের কাঁধে মাথা রাখার ছবি প্রকাশ্যে এনেছেন সমান্থা নিজেই। সম্প্রতি রাজের কোমর জড়িয়ে ছবিও ভাগ করে নেন। শোনা যায়, শোভিতা ধুলিপালার সঙ্গে নাগের বিয়ে হতেই নিজের সম্পর্কে সিলমোহর দিতে উতলা হয়েছিলেন অভিনেত্রী। অন্য দিকে, সমান্থার বিয়ের খবর শুনে রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী বলেন, “বেপরোয়া মানুষজন, বেপরোয়া সিদ্ধান্ত।” সূত্রের খবর, ১ ডিসেম্বরেই নাকি চারহাত এক হবে।

যদিও রাজ কিংবা সমান্থা, কেউ-ই এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি। এ বার কি তা হলে, রাজেরই হাত শক্ত করে ধরলেন অভিনেত্রী!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement