Sophie Choudry

‘আমার রোজগার হার মানাবে প্রথম সারির নায়িকাদেরও’, বড়পর্দায় সুযোগ না পেয়েও কোটি কোটি আয় সোফীর!

কটাক্ষে বিদ্ধ অভিনেত্রী সোফী চৌধরি। যদিও গুটিকয়েক ছবিতেই দেখা গিয়েছে তাঁকে। ঝুলিতে যে অনেক হিট ছবি রয়েছে, তা নয়। তার পরেও কী ভাবে বিলাসবহুল জীবনযাপন করেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৮:২৯
Share:

সোফী চৌধরি কেন বিরক্ত হলেন? ছবি: সংগৃহীত।

অভিনেত্রী সোফী চৌধরিকে যে খুব বেশি বড়পর্দায় দেখা যায়, তেমন নয়। কিন্তু তার পরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী। অনেকেরই প্রশ্ন, তিনি কী করে বিলাসবহুল জীবনযাপন করেন? কারণ, বড়পর্দায় দেখা না গেলেও যে কোনও তারকাখচিত অনুষ্ঠানে আমন্ত্রিত হিসাবে দেখা যায় তাঁকে। নামী সংস্থার পোশাক, বিলাসবহুল জীবনযাপনের নেপথ্যে রয়েছে কী কারণ?

Advertisement

সম্প্রতি উদয়পুরে এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সোফী। যে বিয়েবাড়িতে বিশেষ পারফরম্যান্স করেন গায়িকা জেনিফার লোপেজ়। তার পর থেকেই সোফীকে নিয়ে কৌতূহলের শুরু। কেউ প্রশ্ন করেন, “একটা ছবিতেও তো দেখা যায় না, তা হলে কী করেন আপনি? ” আবার কেউ মন্তব্য করেন, “ছবি নেই, এ দিকে এত টাকা আসে কোথা থেকে?” নেতিবাচক মন্তব্য পড়ে আর চুপ থাকতে পারলেন না অভিনেত্রী। সটান উত্তর দিলেন সোফী।

অভিনেত্রী বলেন, “১৭ বছর ধরে আমি গানের অনুষ্ঠান করছি। আর দেশের এক নম্বর মহিলা সঞ্চালিকা আমি। বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠান, বিয়েবাড়ি বা লাইভ অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য আমায় ডাকা হয়। বলিউ়ডে যে পরিমাণ প্রতিযোগিতা তা সকলের জানা। একজন নায়িকার জমি শক্ত করতে অনেক সময় লেগে যায়।” অভিনেত্রী জানান, বলিউডের প্রথম সারির নায়িকারাও অত রোজগার করেন না, যত রোজগার তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement