Smriti Mandhana

স্মৃতির সঙ্গে সম্পর্কে থাকা কষ্টকর, আগেই স্বীকার করে নিয়েছিলেন পলাশ!

প্রেমিক নাকি স্মৃতিকে ঠকিয়েছেন। স্মৃতির সঙ্গে সম্পর্কে থাকাকালীন অন্য নারীদের সঙ্গে চ্যাট করতেন। দাবি করেছেন, তাঁর সঙ্গে সম্পর্ক থাকা যন্ত্রণাদায়ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ২১:১৫
Share:

(বাঁ দিকে) স্মৃতি মন্ধানা (ডান দিকে) পলাশ মুচ্ছল। ছবি: সংগৃহীত।

ডিওয়াই পাটিল স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের খেলা শেষ। ম্যাচ জেতার পরে ছুটে এসে স্মৃতি মন্ধানাকে মাঠের মধ্যেই জড়িয়ে ধরলেন উচ্ছ্বসিত পলাশ। কানাঘুষো, চলতি মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ক্রিকেটতারকা স্মৃতি মন্ধানা। সেইমতো সব হল বটে। ২৩ নভেম্বর বিয়ের এক দিন আগেই সব ভেস্তে গেল। স্মৃতির প্রেমিক তাঁকে নাকি ঠকিয়েছেন। স্মৃতির সঙ্গে সম্পর্কে থাকাকালীন অন্য নারীদের সঙ্গে চ্যাট করতেন পলাশ। দাবি করেছেন, স্মৃতির সঙ্গে সম্পর্ক থাকা যন্ত্রণাদায়ক।

Advertisement

তবে এই কথা পলাশ সেই মেয়েটিকে প্রথম বলেছিলেন, তেমন নয়। স্মৃতির সঙ্গে বিয়ের মাসখানেক আগে এক সাক্ষাৎকারে জানান। স্মৃতির সঙ্গে তাঁর ‘লং ডিসট্যান্স’ সম্পর্ক। সে জন্য চার-পাঁচ মাস দেখা হয় না তাঁদের। এ ছাড়াও যখন স্মৃতির কাজ থাকে, তখন তিনি ব্যস্ত থাকেন। আবার উল্টোটা ঘটে। যার ফলে বেশ যন্ত্রণাদায়ক এই সম্পর্ক। যদিও স্মৃতির সঙ্গে ২০১৯ সাল থেকে সম্পর্ক পলাশের। ছ’বছর সম্পর্কে থাকার পরে যখন পরিণতি পাচ্ছিল তাঁদের সম্পর্ক, একটা ঘটনায় যেন বদলে গেল সবটা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement