স্মৃতিকে কি সত্যিই ঠকিয়েছেন পলাশ? ছবি: সংগৃহীত।
আপাতত ভেস্তে গিয়েছে স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে। যদিও স্মৃতির পরিবারের তরফে বলা হয়েছে, ক্রিকেটতারকার বাবার হঠাৎ অসুস্থতার কারণেই স্থগিত হয়েছে বিয়ে। যদিও গুঞ্জন, পলাশ প্রতারণা করেছেন স্মৃতির সঙ্গে। একাধিক নারীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা একের পর এক সামনে আসছে। একজন নৃত্য প্রশিক্ষকের সঙ্গে তো বিয়ের দিনেই ‘চিট চ্যাট’ করছিলেন পলাশ।
সম্প্রতি প্রকাশ্যে আসেন আরও এক নারী। তিনি দাবি করেন, চলতি বছর জুলাই মাসে তাঁকে নানা ‘আপত্তিকর’ প্রস্তাব দেন পলাশ। সব মিলিয়ে এই মুহূর্তে স্মৃতি-পলাশের বিয়ে বিশ বাঁও জলে। এ বার পলাশকে নিয়ে সত্যটা প্রকাশ করলেন তুতো বোন নীতি তক।
পলাশের মা আগেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়ায় পলাশই প্রথমে বিয়ে স্থগিতের সিদ্ধান্ত নেন। শুধু তা-ই নয়, স্মৃতির বাবার অসুস্থতায় কেঁদে কেঁদে শরীর খারাপ হয়ে যায় পলাশের। এর আগে পলাশের দিদি পলকও জানান, স্মৃতির বাবার অসুস্থতার কারণে পলাশের বিয়ে আপাতত স্থগিত রয়েছে।
এ বার পলাশের তুতো বোন লেখেন, ‘‘পলাশ অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। পুরোটা না জেনে দয়া করে ওকে দোষ দেবেন না। আসলে প্রযুক্তি এখন মানুষের বুদ্ধিমত্তাকে ছাপিয়ে গিয়েছে। গুঞ্জনে কান দিয়ে মানুষকে বিচার করবেন না।’’ পলাশের পরিবার এই মুহূর্তে ঢাল হয়ে পলাশের পক্ষে দাঁড়িয়েছে। এ দিকে পলাশকে সমাজমাধ্যম থেকে সরিয়ে দিয়েছেন স্মৃতির ভাই ও সতীর্থেরা।