পলাশকে নিয়ে কোন সিদ্ধান্ত নিলেন স্মৃতির ভাই? —ছবি: সংগৃহীত।
কথা ছিল ২৩ নভেম্বর বিয়ে হবে স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের। কিন্তু, নিমেষে বদলে গেল সব। ক্রিকেটতারকার বাবা হৃদ্রোগে আক্রান্ত হন। তার পরে পলাশের বিরুদ্ধে ওঠে প্রতারণার অভিযোগ। অনেকের দাবি, সেই কারণেই নাকি ভেস্তে গিয়েছে বিয়ে। প্রাক্বিবাহের সব ছবি সমাজমাধ্যম থেকে সরিয়ে দেন স্মৃতি। এ বার ক্রিকেটতারকার ভাই ও বন্ধুরা নিলেন কোন সিদ্ধান্ত?
বিয়ের দিনই হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন স্মৃতির বাবা। বুধবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। এ বার স্মৃতির ভাই শ্রবণ মন্ধানা সমাজমাধ্যম থেকে পলাশকে ‘আনফলো’ করলেন। শুধু তিনিই নন, স্মৃতির সতীর্থ জেমাইমা রদ্রিগেজ়, রাধা যাদবরা ইতিমধ্যেই নিজেদের সমাজমাধ্যমের পাতা থেকে সরিয়ে দিয়েছেন পলাশকে। যদিও স্মৃতি এখনও নিজের পাতার অনুসরণকারীর তালিকায় রেখে দিয়েছেন পলাশকে।
পলাশের সঙ্গে বিয়ে ও সম্পর্ক নিয়ে শোরগোল শুরু হওয়ার পর থেকে প্রকাশ্যে আসেননি স্মৃতি। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের শুটে যাওয়ার কথা ছিল তাঁর। সেখানেও অনুপস্থিত তিনি। দু’দিন আগেই পলাশের বোন পলক সমাজমাধ্যমে পোস্ট দিয়ে জানান, স্মৃতির বাবার অসুস্থতার কারণে তাঁর ভাই ও ক্রিকেটতারকার বিয়ে আপাতত স্থগিত রাখা হয়েছে।
অন্য দিকে পলাশের মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কনের বাবা অসুস্থ হতে নাকি স্মৃতির আগে পলাশ নিজেই বিয়ে স্থগিতের সিদ্ধান্ত নেন। শুধু তা-ই নয়, স্মৃতির বাবার অসুস্থতায় কেঁদে কেঁদে শরীর খারাপ হয়ে যায় পলাশের। সেই আবহেই পলাশের বিরুদ্ধে ওঠে প্রতারণার অভিযোগ। তাঁদের বিয়ে কি আদৌ হবে? সন্দিহান অনুরাগীরা।