Dharmendra Death

ধর্মেন্দ্রের সঙ্গে আলাপ ২০০৪ সালে, অভিনেতার প্রয়াণে কী লিখলেন পাকিস্তানি অভিনেত্রী রিমা?

শ্মশান থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে হেমা মালিনীর অশ্রুসিক্ত চোখ। এ বার ধর্মেন্দ্রের প্রয়াণে শোক প্রকাশ করলেন পাক অভিনেত্রী রিমা খান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ২০:৪৪
Share:

ধর্মেন্দ্রর প্রয়াণে শোকপ্রকাশ পাক অভিনেত্রী রিমা খানের। —ফাইল চিত্র।

২৪ নভেম্বর সোমবার প্রয়াত হন ধর্মেন্দ্র। যদিও দেওল পরিবারের তরফে থেকে কোনও রকমের ঘোষণা ছাড়া অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় তারকার। সেই নিয়ে ক্ষোভ রয়েছে অনুরাগী মহলে। শোকপ্রকাশ করেছেন অমিতাভ বচ্চন, শাহরুখ থেকে কাজল-সহ ইন্ডাস্ট্রির প্রায় সকলেই। শ্মশান থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে হেমা মালিনীর অশ্রুসিক্ত চোখ। এ বার ধর্মেন্দ্রের প্রয়াণে শোকপ্রকাশ করলেন পাক অভিনেত্রী রিমা খান।

Advertisement

২০০৪ সালে রিমা অতিথি ছিলেন ধর্মেন্দ্রের। অভিনেতার আতিথেয়তা ও আচার-ব্যবহার মুগ্ধ করেছিল তাঁকে। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে লেখেন, ‘‘ভারতীয় সিনেমা তার হৃদ্‌স্পন্দন হারিয়ে ফেলল। তবে তোমার আলো কোনও দিনও ফুরোবে না। আমি আমার শ্রদ্ধা জানাতে চাই তোমাকে। যাঁর সঙ্গে ২০০৪ সালে আমার আলাপ হয়। ওঁর আতিথেয়তায় মুগ্ধ হয়েছিলাম, আমার সমবেদনা রইল তাঁর পরিবার ও অনুরাগীদের জন্য।’’

যদিও কী কারণে ধর্মেন্দ্রের সঙ্গে আলাপ হয় তা জানাননি রিমা। তবে পাক অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে মাহিরা খান থেকে ফওয়াদ খান সকলেই শোক প্রকাশ করেছেন। ধর্মেন্দ্র প্রয়াণে গভীরভাবে শোকাহত গায়ক শফকত আমানত আলি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement