Saswata Chatterjee

বিতর্ক অব্যাহত! শাশ্বত চট্টোপাধ্যায়কে ‘মিথ্যাবাদী’ কটাক্ষ ‘দ্য বেঙ্গল ফাইল্‌স’ অভিনেত্রী পল্লবী যোশীর

কিছু দিন আগেই পল্লবী সরাসরি কটাক্ষ করে বলেন, “ভয় পেয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়।” ফের চাঁছাছোলা ভাষায় আক্রমণ পরিচালক-পত্নীর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ১৪:০৭
Share:

শাশ্বতকে তোপ পল্লবীর। গ্রাফিক-আনন্দবাজার ডট কম।

৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘দ্য বেঙ্গল ফাইল্‌স’। প্রথম থেকেই এই ছবি নিয়ে শোরগোল। ছবির অন্যতম অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু মুখে কুলুপ এঁটেছেন তিনি। এ বার পরিচালকের স্ত্রী, অভিনেত্রী পল্লবী যোশীর নিশানায় শাশ্বত।

Advertisement

‘দ্য বেঙ্গল ফাইল্‌স’ ছবি নিয়ে চর্চার মাঝে শাশ্বত জানিয়েছিলেন, তিনি চিত্রনাট্যের বিষয়ে সম্পূর্ণ অবগত ছিলেন না। এতেই শাশ্বতের উপর ক্ষোভপ্রকাশ করে পল্লবী বলেন যে, তিনি ভয় পেয়েছেন। এ বার এক ধাপ এগিয়ে পরিচালক-পত্নীর মন্তব্য, ‘‘শাশ্বত চট্টোপাধ্যায় মিথ্যেবাদী, কোনও চাপ আছে তাঁর উপর। সেই জন্যই ছবির থেকে দূরত্ব বজায় রাখছেন।’’

পল্লবীর অভিযোগ শাশ্বত পুরো চিত্রনাট্যই জানতেন। শুধু নামের অদল-বদল নিয়ে অবগত ছিলেন না। পল্লবীর কটাক্ষ, ‘‘একটু পুরুষমানুষ হয়ে উঠুন। আর আমাদের ছবিটা নিয়ে কুকথা বলা বন্ধ করুন।’’ দিন কয়েক আগেই শাশ্বত চট্টোপাধ্যায়ের একটি নেপথ্য দৃশ্যের ভিডিয়ো প্রকাশ্যে আনেন পরিচালক। সেখানে অভিনেতাকে পরিচালকের ভূয়সী প্রশংসা করতে শোনা যায়। এ ছাড়াও ছবির চিত্রনাট্য যে পর্যাপ্ত ইতিহাস ঘেঁটে বানানো সেটাও ওই ভিডিয়োয় জানান শাশ্বত। এই প্রসঙ্গে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে সাড়া মেলেনি। এই মুহূর্তে অভিনেতা ব্যস্ত রয়েছেন রাজ চক্রবর্তী পরিচালিত ‘হোক কলরব’ ছবির শুটিংয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement