Salman Khan

প্রাণহানির আশঙ্কা উপেক্ষা করে গণেশচতুর্থীর বিসর্জনে সলমন, পরিবারকে সঙ্গে নিয়ে কী কাণ্ড ঘটালেন

নিজের মুম্বইয়ের ফ্ল্যাটের খোলা বারান্দা ঢেকেছেন ‘বুলেট প্রুফ’ কাচে। এত সতর্কতার মাঝে ফের বেপরোয়া হলেন সলমন? গণেশচতুর্থীতে কোন ‘দুঃসাহসিক’ কাজ করলেন অভিনেতা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ১১:৪৬
Share:

বেপরোয়া হলেন সলমন খান! ছবি: সংগৃহীত।

সলমন খানের পিছু ছাড়ছেন না লরেন্স বিশ্নোই। গত বছর অভিনেতার বাড়িতে গুলি চালায় দুষ্কৃতীর লোকজন। তার পর থেকে ২৪ ঘণ্টা কড়া নিরাপত্তায় চলাফেরা করেন তিনি। যদিও সেটা যে খুব সুখকর নয়, জানিয়েছেন অভিনেতা নিজেই। নিজের মুম্বইয়ের ফ্ল্যাটের খোলা বারান্দা ঢেকেছেন ‘বুলেট প্রুফ’ কাচে। এত সতর্কতার মাঝে ফের বেপরোয়া হলেন সলমন?

Advertisement

চলতি বছরের শুরু থেকে সামান্য স্বস্তিতে ছিলেন বলিউডের ভাইজান, কিন্তু ফের হুমকি দিচ্ছে বিশ্নোই। সলমনের সঙ্গে যে বা যাঁরাই কাজ করবেন, তাঁদের গুলি করে মারার হুমকি। প্রয়োজনে মুম্বইয়ে চলবে ‘একে-৪৭’, কানাডায় কপিল শর্মার রেস্তরাঁ হামলার দায় স্বীকার করে এমনই হুমকি দিয়েছেন তিনি। কপিলের দোষ, তিনি নিজের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে ডেকেছিলেন সলমনকে।

নতুন করে হুমকি পেয়ে ফের যেন কপালে চিন্তার ভাঁজ সলমনের। তাই বলে ভয়ে বাড়ি বসে থাকার মানুষ নন তিনি। প্রতি বছর বাড়িতে ধুমধাম করে গণেশচতুর্থী পালন করেন। এ বার গণপতি বিসর্জনেও ঢাক ঢোল নিয়ে নাচতে নাচতে সমুদ্র সৈকতে যান। তাঁকে ঘিরে নাচতে দেখা যায় বোন অর্পিতা খান শর্মা, ভগ্নিপতি আয়ুষ শর্মা-সহ অনেককে। সলমনের বাড়ির পুজোয় অংশ নিয়েছিলেন সোনাক্ষী সিন্‌হা, জ়াহির ইকবাল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement