Entertainment News

অসুস্থ পাওলি দাম, কী হয়েছে অভিনেত্রীর?

সূত্রের খবর, চিকিত্সক পাওলিকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। সেই কথা মেনে চলছেন তিনি। ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৮ ১৪:৫২
Share:

‘মাটি’র দৃশ্যে পাওলি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

হঠাত্ই বেশ অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী পাওলি দাম। স্লিপ ডিস্কের ব্যথায় কষ্ট পাচ্ছেন তিনি।

Advertisement

সূত্রের খবর, চিকিত্সক পাওলিকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। সেই কথা মেনে চলছেন তিনি। ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছেন।

গত শুক্রবার মুক্তি পেয়েছে পাওলি অভিনীত ‘মাটি’। অসুস্থ অবস্থায় ওষুধ খেয়ে কোনওক্রমে প্রিমিয়ারে গিয়েছিলেন তিনি। কিন্তু তার পর থেকে ফের অসুস্থ হয়ে পড়েন।

Advertisement

আরও পড়ুন, ছেলে নাকি মেয়ে? দ্বিতীয় সন্তান কী চাইছেন মীরা?

‘মাটি’তে পাওলির অভিনয় দর্শকদের ভাল লেগেছে। এর পর আসতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরিচালনায় ‘কণ্ঠ’। সেই ছবির ডাবিংয়ের কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে ডাবিংয়ের ডেট পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন তিনি। সব কিছু ঠিক থাকলে এই ছবি মুক্তি পাবে ২০১৯-এর জানুয়ারিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement