Entertainment News

‘পাসওয়ার্ড’-এর শুটিংয়ে কেন নস্ট্যালজিয়ায় ভাসলেন পাওলি?

পুরুলিয়ায় কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘পাসওয়ার্ড’ ছবির শুটিং চলছে। সেখানেই দেব এবং রুক্মিণী মৈত্রের সঙ্গে হাজির পাওলিও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ মে ২০১৯ ২০:০০
Share:

পাওলি দাম। ছবি: টুইটার থেকে গৃহীত।

প্লাস্টিকের মধ্যে ভরা পেপসি। স্কুল ছুটির পর অথবা গরমের দুপুরে বাড়ির বাইরে ফেরিওয়ালার ডাক শুনে সেই পেপসি খাওয়ার বায়না করতেন হয়তো অনেকেই। এখনকার স্কুল পড়ুয়ারাও হয়তো এই পেপসির স্বাদ পেয়েছে। সেই স্বাদ ফের ফিরল শুটিংয়ে। হঠাত্ই শুটিংয়ে পেপসি হাতে নিয়ে ছোটবেলার নস্ট্যালজিয়ায় ফিরে গেলেন অভিনেত্রী পাওলি দাম

Advertisement

পুরুলিয়ায় কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘পাসওয়ার্ড’ ছবির শুটিং চলছে। সেখানেই দেব এবং রুক্মিণী মৈত্রের সঙ্গে হাজির পাওলিও। এ দিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন নায়িকা। যেখানে দেখা যাচ্ছে গাড়ির ভিতরে তিন তারকা। প্রত্যেকের হাতেই রয়েছে ওই পেপসি স্টিক।

পাওলি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘…আমার মনে আছে স্কুলের বাইরে এগুলো কিনতাম। ছোটবেলার স্মৃতি মনে পড়ছে।’ সব কিছু ঠিক থাকলে ‘পাসওয়ার্ড’ মুক্তি পাবে চলতি বছরের পুজোয়।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, ‘সাগরদ্বীপে যকের ধন’-এর খোঁজ, সঙ্গী কোয়েল

(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement