Shefali Jariwala death

স্ত্রীর মৃত্যুর পরে আঙুল উঠেছে তাঁর দিকেও! আসলে শেফালীকে কতটা ভালবাসতেন পরাগ?

শেফালী জরীওয়ালার মৃত্যুর পরে চোখের জল বাধ মানছিল না স্বামী পরাগ ত্যাগীর। তবু তাঁর আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে সমাজমাধ্যমে। শেফালীর মৃত্যুর ঠিক পরেই পোষ্য সারমেয়কে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন পরাগ। সেই নিয়েও প্রশ্ন উঠেছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৫ ১৫:১৫
Share:

শেফালীকে কতটা ভালবাসতেন পরাগ! ছবি: সংগৃহীত।

শেফালী জরীওয়ালার মৃত্যুর পরে চোখের জল বাধ মানছিল না স্বামী পরাগ ত্যাগীর। তবু তাঁর আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে সমাজমাধ্যমে। শেফালীর মৃত্যুর ঠিক পরেই পোষ্য সারমেয়কে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন পরাগ। সে বিষয়েও প্রশ্ন উঠেছিল। কিন্তু শেফালীকে নিয়ে গর্ব বোধ করতেন পরাগ। জনসমক্ষে স্ত্রীর ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি।

Advertisement

‘বিগবস্‌ ১৩’-তে যোগ দিয়েছিলেন শেফালী জরীওয়ালা। সেই সময়ে ‘বিগবস্‌’-এর ঘরে স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন পরাগ। দীর্ঘ দিন পরে দেখা হয়েছিল স্বামী-স্ত্রীর। সেই মুহূর্ত দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন দর্শক। পরাগকে দেখেই ছুটে গিয়েছিলেন শেফালী। লাফিয়ে স্বামীর কোলে উঠে পড়েছিলেন এবং উষ্ণ আলিঙ্গন করেছিলেন। সেই সময়ে ক্যামেরার সামনেই শেফালীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন পরাগ।

স্ত্রীর হাতে চুম্বন করে পরাগ সেই দিন বলেছিলেন, “সবাই আমাকে দেখে বলছেন, ‘ওই দেখো শেফালীর স্বামী’। আমার এটা শুনে দারুন লাগছে। গর্ব বোধ হচ্ছে।” আনন্দে লাফিয়ে উঠেছিলেন শেফালী। পরাগকে দেখে বলেছিলেন, “আমি এখানে গোল রুটি বানানো শিখে গিয়েছি।” স্ত্রীকে ‘আমার সোনা বাচ্চা’ বলেও সম্বোধন করেছিলেন তিনি। এই মুহূর্ত দেখে দর্শকরা নতুন করে প্রেমে বিশ্বাস করতে শুরু করেছিলেন।

Advertisement

শেফালী ও পরাগের পরিবারের এক সদস্য তাঁদের পোষ্য সারমেয় সিম্বা। অভিনেত্রীর মৃত্যুর পরের দিন সকালে সেই সিম্বাকে নিয়ে বাড়ির সামনেই হাঁটতে বেরোন পরাগ। তাঁর এক হাতে ছিল সিম্বার গলার বেল্ট। আর এক হাতে শেফালীর ছবি ছিল। এই দৃশ্য দেখেই নেটাগরিক চড়াও হন শেফালীর স্বামীর উপর। প্রশ্ন তোলেন, কী ভাবে স্ত্রীর মৃত্যুর পরে কুকুরকে নিয়ে বেড়াতে বেরিয়েছেন? তবে পরাগ ও শেফালীর পুরনো ভিডিয়ো দেখে বদলে গিয়েছে তাঁদের মত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement