Param Sundari

সিদ্ধার্থ-জাহ্নবীর জুটিতে মুগ্ধ দর্শক, সব বয়সের কাছে কেন গ্রহণযোগ্য ‘পরম সুন্দরী’?

সম্প্রতি মুক্তি পেয়েছে সিদ্ধার্থ-জাহ্নবী জুটির নতুন ছবি ‘পরম সুন্দরী’। বলিউডে প্রেমের গল্প নিয়ে ছবি নতুন নয়। সেখানে এই ছবি নতুন কী নিয়ে এল দর্শকের জন্য?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৪
Share:

‘পরম সুন্দরী’ ছবির পোস্টারে সিদ্ধার্থ-জাহ্নবী। ছবি: সংগৃহীত।

প্রেমের গল্প ছাড়া হিন্দি সিনেমা যেন অসম্পূর্ণ। মাঝেমাঝে এমন কিছু ছবি তৈরি হয়, যা দর্শকের মধ্যে নতুন করে উন্মাদনা নিয়ে আসে। দর্শকের প্রতিক্রিয়া বলছে, সিদ্ধার্থ মলহোত্র ও জাহ্নবী কপূর অভিনীত ‘পরম সুন্দরী’ তেমনই এক ছবি। টাটকা বাতাসের মতো, উজ্জ্বল, প্রাণবন্ত। ইতিমধ্যেই ছবির ‘পরদেসিয়া’ গানটি মানুষের মনে জায়গা করে নিয়েছে।

Advertisement

এই ছবি সিনেপ্রেমীদের পছন্দ হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। এই ছবি নতুন জুটি উপহার দিল বলিউডকে। এই প্রথম একসঙ্গে কাজ করলেন সিদ্ধার্থ ও জাহ্নবী। পর্দায় তাঁদের রসায়ন বেশ পছন্দ হয়েছে দর্শকের। ‘পরদেসিয়া’ গানে দু’জনের খুনসুটি হোক বা ‘চাঁদ কাগজ় কা’ গানের বিরহ, এই জুটি মন ভরিয়েছে সবার। অর্থাৎ বলাই যায়, পরিচিত ঢঙে তৈরি এই প্রেমের ছবি নতুন জুটির সতেজ ছোঁয়াতেই মাত করেছে।

দিল্লি শহরের উচ্চকিত মেজাজের সঙ্গে কেরলের প্রাকৃতিক স্নিগ্ধতা মিলেমিশে একাকার হয়েছে এই ছবিতে। অনেক দর্শকের মতে, কেরলের ‘ব্যাকওয়াটার’-এর মধ্যে দিয়ে বাইকে করে নায়ক-নায়িকার ছুটে যাওয়া থেকে গির্জার দৃশ্য, ‘পরম সুন্দরী’র পরতে পরতে তথাকথিত প্রেমের গল্পের চিরাচরিত বয়ান ভেঙেচুরে একাকার হয়ে গিয়েছে।

Advertisement

এই ছবির বড় আকর্ষণ সঙ্গীত। পরিসংখ্যান বলছে, জনপ্রিয় গানের তালিকায় শীর্ষে পৌঁছেছে ‘পরদেসিয়া’। এ ছাড়া বর্ষার আমেজে তৈরি ‘ভীগী সাড়ী’ বা বিরহের ‘চাঁদ কাগ়জ় কা’, সচিন-জিগর ও অমিতাভ ভট্টাচার্যের মুনশিয়ানায় প্রেমের প্রত্যেক ধাপ ধরা পড়েছে গানে গানে। এই ছবির প্রতি ফ্রেমে প্রেমে পড়েছেন দর্শক। কেরলের দুর্ধর্ষ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি, উত্তর ভারতের ঐতিহ্যও দারুণ ভাবে উঠে এসেছে এই ছবিতে। বর্ষার ‘ব্যাকওয়াটার’, সবুজে মোড়া প্রান্তর আর পুরনো স্থাপত্য যেন শুধু প্রেমের গল্পের অনুঘটকই নয়, দর্শকের চোখের আরামও বটে।

ভালবাসা, পরিবার ও সম্পর্কের গল্প বলে এই ছবি, যা মানুষকে বেঁধে রাখে। এই ছবি প্রেমিক-প্রেমিকা, বন্ধুবান্ধব তো বটেই, মা-বাবা, পরিবারের সঙ্গেও দেখতে পারবেন অনায়াসেই। দর্শকের উপর গল্প বা উপদেশের ভার চাপিয়ে দেয় না এই ছবি। অথচ হালকা ঢঙে বলা গল্প গভীর বার্তা দিয়ে যায়। তাই দর্শকের প্রশংসা পাচ্ছে ‘পরম সুন্দরী’। এই ছবি সব বয়সের কাছে সমান গ্রহণযোগ্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement