Entertainment News

দিদির বিয়েতে জামাইবাবুর বন্ধুরা ফ্লার্ট করেছিল, বললেন পরিণীতি

জোধপুরের উমেদ ভবনে বসেছিল নিক-প্রিয়ঙ্কার বিয়ের আসর। পরিণীতির আদরের মিমি দিদি হলেন প্রিয়ঙ্কা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৯ ১৫:০৫
Share:

দিদির বিয়ে। দিদির বোনেরা সব সময়েই জামাইবাবুর আদরের। শুধুই কি জামাইবাবুর আদরের? বিয়ে বাড়িতে নতুন জামাইবাবুর বন্ধুদের সঙ্গে চোখে চোখে কত কথাই তো হয় বোনেদের। সে সব না থাকলে আর বিয়েবাড়ির মজা কোথায়? চির চেনা এই ছবি শুধু আম-আদমির নয়। সেলেবদের জীবনেরও এই একই গল্প। তুতো দিদি প্রিয়ঙ্কার চোপড়ার বিয়েতে জামাইবাবু অর্থাত্ নিক জোনাসের বন্ধুরা নাকি তাঁর সঙ্গে ফ্লার্ট করেছিলেন। তিনি অর্থাত্ পরিণীতি চোপড়া। এ কথা শেয়ার করলেন পরিণীতি স্বয়ং!

Advertisement

জোধপুরের উমেদ ভবনে বসেছিল নিক-প্রিয়ঙ্কার বিয়ের আসর। পরিণীতির আদরের মিমি দিদি হলেন প্রিয়ঙ্কা। সম্প্রতি এক চ্যাট শো-এ পরিণীতি হাসতে হাসতে বলেন, ‘‘মিমি দিদির বিয়েতে নিকের বন্ধুরা লাইন মারছিল। কিন্তু আমি প্রশ্রয় দিইনি। বিয়ে যদি কখনও করি, তা হলে তৈরি হতে হবে। এখনও আমি বিয়ের জন্য তৈরি নই।’’

পরিণীতি আরও জানিয়েছেন, তুতো বোনেদের মধ্যে প্রিয়ঙ্কাই প্রথম বিয়ে করলেন। তাও ৩৬ বছর বয়সে। ফলে তাঁর এখনও কম করে ছ’বছর সময় রয়েছে। এ ছাড়াও চোপড়া পরিবারের সিনিয়ররা নাকি মেয়েদের বিয়ে দেওয়ার জন্য কোনও চাপ তৈরি করেন না। ফলে যখন নিজের মনে হবে, তখনও বিয়ে করবেন বলে জানিয়েছেন পরিণীতি।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, তৈমুরের ন্যানির বেতন কত? মুখ খুললেন করিনা…

(রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা -বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement