নতুন বাড়ি পরিণীতির জন্য অপয়া!

আহা রে!কত সাধ করে বান্দ্রার পালি হিলের ফ্ল্যাট কিনেছিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। কিন্তু সে ফ্ল্যাটে তাঁর থাকা হল না। কেন জানেন? ওই ফ্ল্যাট নাকি নায়িকার জন্য অপয়া!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ মে ২০১৬ ১৪:৫৫
Share:

আহা রে!

Advertisement

কত সাধ করে বান্দ্রার পালি হিলের ফ্ল্যাট কিনেছিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। কিন্তু সে ফ্ল্যাটে তাঁর থাকা হল না।

কেন জানেন?

Advertisement

ওই ফ্ল্যাট নাকি নায়িকার জন্য অপয়া!

ওটা নাকি একটা ‘আর্কিটেকচারাল মার্ভেল’। একই অ্যাপার্টমেন্টে থাকেন প্রীতি জিন্টা, রীতেশ সিদওয়ানির মতো তারকারা। কিন্তু পরিণীতির ফ্ল্যাটটি খালি রয়েছে। অন্তত গত একমাসে সেখানে কেউ থাকেননি। পড়শিদের দাবি, ফ্ল্যাট কেনার পর প্রথম দিকে চোপড়া পরিবার থাকলেও পরে অনেক দিন আর কেউ আসেন না।

বি-টাউনে জোর গুজব, পরিণীতি মনে করেন, ওই ফ্ল্যাটটি তাঁর কাছে অপয়া। যদিও নায়িকার ম্যানেজার বলেছেন, ‘‘এ সব গুজব। পরিণীতির আরও দু’টো বাড়ি রয়েছে। ও সেটারই একটাতে রয়েছে।’’ যদিও ওই ফ্ল্যাটে অভিনেত্রী কেন থাকেন না, তার কোনও সদুত্তর দিতে পারেননি পরিণীতির ম্যানেজার।

আরও পড়ুন, সলমনকে ফেরালেন পরিণীতি?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement