ছোটপর্দায় ফিরছেন শ্বেতা ভট্টাচার্য! ছবি: সংগৃহীত।
দুর্গাপুজোর আগেই শেষ হয়েছে দুই ধারাবাহিক— ‘কোন গোপনে মন ভেসেছে’ এবং ‘মিত্তির বাড়ি’। এ বার ‘মিত্তির বাড়ি’র ‘ধ্রুব’ এবং ‘কোন গোপনে মন ভেসেছে’র ‘শ্যামলী’ নাকি একসঙ্গে। শোনা যাচ্ছে, ছোটপর্দায় নতুন জুটি হিসাবে দেখা যাবে শ্বেতা ভট্টাচার্য এবং আদৃত রায়কে।
নায়ক-নায়িকার তরফে এখনও যদিও কিছু জানা যায়নি। ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, জ়ি বাংলার নতুন ধারাবাহিকে একসঙ্গে দেখা যাবে তাঁদের। কথাবার্তা অনেক দূরই নাকি এগিয়ে গিয়েছে। তবে চ্যানেল কর্তৃপক্ষ এবং অভিনেতাদের মুখে কুলুপ। যত ক্ষণ না চুক্তি সই করছেন তাঁরা, তত ক্ষণ প্রকাশ্যে কিছুই বলা যায় না। সূত্র বলছে, ধারাবাহিক শেষ হওয়ার আগেই জ়ি বাংলার তরফে শ্বেতাকে আগামী কাজের কথা বলা হয়েছিল। তবে নায়ক বা নায়িকা কী সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনও জানা যায়নি।
শ্বেতার নতুন নায়ক আদৃত রায়? ছবি: সংগৃহীত
কিছু দিন আগে বিতর্কে জড়িয়েছিলেন শ্বেতা। এক সাক্ষাৎকারে হাতকাটা পোশাক পরা নিয়ে তাঁর মন্তব্য ঘিরে বিপুল আলোচনা হয়েছিল। যার ফলে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রী। সে কথাও জানিয়েছিলেন তিনি। তবে এই ঘটনার পরে অভিনেত্রীর সিদ্ধান্ত, আগামী দিনে সমাজমাধ্যমের কোনও নেতিবাচক মন্তব্যে তিনি গুরুত্ব দেবেন না। আপাতত স্বামী রুবেল দাসের সঙ্গে ছুটি উপভোগ করছেন শ্বেতা।