গুরু রনধাওয়ার গান নিয়ে আপত্তি সোনমেরও। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
স্কুলের ছাত্রীদের যৌনতার মোড়কে তুলে ধরেছেন গুরু রনধাওয়া। পঞ্জাবি এই শিল্পীর বিরুদ্ধে উঠল এমনই অভিযোগ। সম্প্রতি মুক্তি পেয়েছে গুরুর নতুন গানের ভিডিয়ো ‘অজ়ুল’। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই কটাক্ষ ধেয়ে এসেছে শিল্পীর দিকে। এমনকি, অভিনেত্রী সোনম কপূরও সমালোচনা করেছেন এই গানের ভিডিয়োটির।
ভিডিয়োয় গুরু রনধাওয়াকে দেখা যাচ্ছে এক চিত্রগ্রাহকের ভূমিকায়। তিনি একটি স্কুলে গিয়েছেন ছাত্রছাত্রীদের ছবি তুলতে। পড়ুয়ারা স্কুলের পোশাকে বসে রয়েছে সারি দিয়ে। শুধু এক ছাত্রী এসে পৌঁছোয়নি। গুরুও তার জন্য অপেক্ষায়। অবশেষে সেই ছাত্রী আসে এবং তার ভঙ্গিমা অপলকে তাকিয়ে দেখতে থাকেন গুরু। নেটাগরিকের দাবি, স্কুলছাত্রীর দিকে গুরুর এই দৃষ্টি খুবই কামুক। এর পরেই দেখা যায়, স্কুলছাত্রী পোশাক বদলে নাচতে শুরু করে।
স্কুলছাত্রীর চরিত্রে দেখা গিয়েছে অংশিকা পাণ্ডেকে। স্কুলের পোশাকে কী ভাবে এমন ভঙ্গিমা দেখানো যায়, সেই প্রশ্ন উঠছে। সমাজমাধ্যমের একটি পোস্টে এই গানকে ‘যৌনতাপূর্ণ, অশ্লীল ও সমস্যাজনক’ বলে দাবি করা হয়েছে। সেই পোস্ট ‘লাইক’ করেছেন অভিনেত্রী সোনম কপূর। সেখান থেকেই নেটাগরিকের অনুমান, অভিনেত্রীরও এই গান নিয়ে আপত্তি রয়েছে।
এক নেটাগরিক লিখেছেন, “ভিডিয়োটি দেখেই আমি আঁতকে উঠেছিলাম। ২০২৫ সালে এসেও মানুষ বোঝে না, এই ধরনের বিষয় দেখালে তার কী প্রভাব পড়তে পারে সমাজে। স্কুলের বাচ্চাদের এই ভাবে যৌনতার মোড়কে তুলে ধরার কোনও অর্থ হয় না! এগুলো দর্শক কী ভাবে স্বাভাবিক ভাবে গ্রহণ করে, সেটা ভেবেও আমি অবাক।” এই ভিডিয়োয় যৌন উস্কানি রয়েছে বলে দাবি সমালোচকদের। তবে এখনও গুরুর তরফ থেকে কোনও বিবৃতি আসেনি এই বিষয়ে।