Rachana Banerjee

স্বামী প্রবালের সঙ্গে গণেশপুজো রচনার, আলাদা থেকেও কেন পাশাপাশি? প্রশ্নের মুখে তৃণমূল সাংসদ

টলিপাড়ার অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই। তাই স্বামী প্রবাল বসুর পাশে রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখে উঠল নানা প্রশ্ন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ১২:৪৯
Share:

গণেশপুজোয় স্বামী প্রবালের সঙ্গে রচনা। ছবি: সংগৃহীত।

ছেলে কোনও তির্যক প্রশ্নের মুখে পড়ুক, চাননি অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। তাই স্বামী প্রবাল বসুর সঙ্গে আইনি বিচ্ছেদ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আলাদা থাকলেও এখনও বিভিন্ন অনুষ্ঠানে রচনা আর প্রবালকে একসঙ্গে দেখা যায়। সম্প্রতি গণেশপুজোয় একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। তাতেই অনেকের মনে প্রশ্ন, আলাদা হওয়ার পরেও কেন একসঙ্গে পুজোয় বসেছেন তাঁরা?

Advertisement

বুধবার ছিল গণেশচতুর্থী। সেই উপলক্ষে বাড়িতে পুজোর আয়োজন করেছিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ। বাড়ির পুজোর বেশ কিছু ছবি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেছেন রচনা। সেই ছবিতে দেখা গিয়েছে পুজোয় বসেছেন অভিনেত্রী, পাশে বসে আছেন প্রবাল। এই ছবি দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন — স্বামী-স্ত্রী তো আলাদা থাকেন, তা হলে একসঙ্গে কেন পুজোয় বসেছেন?

পুজোয় ব্যস্ত রচনা এবং প্রবাল। ছবি: ফেসবুক।

অনেক দিন আগে এক সাক্ষাৎকারে প্রবালের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন রচনা। তিনি জানিয়েছিলেন, তাঁদের দাম্পত্য সুখের নয়। তবে ছেলেকে যাতে কোনও দিন শুনতে না হয় যে, তাঁর বাবা-মা ‘ডিভোর্সি’, সেই কারণেই তিনি ও স্বামী আইনি বিচ্ছেদের পথে হাঁটেননি। স্বামীকে নিয়ে কোনও অভিযোগ নেই তাঁর। জানিয়েছিলেন, ছেলের পরীক্ষার সময় স্বামী এসে পড়ান, একসঙ্গে ঘুরতে যান, খাওয়াদাওয়াও করেন।

Advertisement

বলিউডের ভাষায়, রচনা এবং তাঁর স্বামী ‘কো-পেরেন্টিং’-এর পথেই হেঁটেছেন। হৃতিক রোশন-সুজান খান থেকে শুরু করে মলাইকা অরোরা ও আরবাজ খান— সকলের আইনি বিচ্ছেদ হয়ে গেলেও ছেলে-মেয়েকে বাবা-মা দু’জনে মিলে মানুষ করছেন। টলিউডেও এই ‘ট্রেন্ড’ জারি বহু আগে থেকেই। তার প্রকৃষ্ট উদাহরণ রচনা ও প্রবাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement