Aabeer Gulal

‘আবির গুলাল’ ভারতে মুক্তি পাচ্ছে শুনেই প্রতিবাদ! অবশেষে ফওয়াদের ছবি নিয়ে আসল ঘটনা প্রকাশ্যে

কী ভাবে পহেলগাঁও কাণ্ডের পরেও পাকিস্তানি অভিনেতার ছবি এই দেশে মুক্তি পায়, সেই প্রশ্নও উঠছে। অবশেষে প্রকাশ্যে আসল ঘটনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫১
Share:

ভারতে ‘আবির গুলাল’? ছবি: সংগৃহীত।

ভারতে মুক্তি পাচ্ছে ফওয়াদ খানের ‘আবির গুলাল’? শুক্রবার এই জল্পনা ছড়িয়ে পড়তেই প্রতিবাদ জানান ভারতের মানুষ। কী ভাবে পহেলগাঁও কাণ্ডের পরেও পাকিস্তানি অভিনেতার ছবি এই দেশে মুক্তি পায়, সেই প্রশ্নও উঠছে। অবশেষে প্রকাশ্যে আসল ঘটনা।

Advertisement

প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-র তরফ থেকে জানানো হল, এই ছবি ভারতে মুক্তি পাচ্ছে না। সমাজমাধ্যমে ভারতের এই ছবি মুক্তির খবর ছড়ায় ঠিকই। কিন্তু এই ছবি মুক্তি পাওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা।

গত ৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল ফওয়াদ ও বাণী কপূর অভিনীত এই ছবি। কিন্তু তার কিছু দিন আগেই ঘটে যায় পহেলগাঁও কাণ্ড। ভারত ও পাকিস্তানের সম্পর্কে অবনতি হয়। কোপ পড়ে ‘আবির গুলাল’ ছবির উপরেও। আটকে যায় মুক্তি। এই ছবি যাতে কোনও ভাবেই ভারতে মুক্তি না পায়, সেই দাবি তোলে দেশের বিভিন্ন সংগঠন। এমনকি ছবির নায়িকা বাণীকেও তোপ দাগা হয় পাক অভিনেতার সঙ্গে জুটি বাঁধার জন্য। অবশেষে স্থির হয়, আন্তর্জাতিক স্তরে ছবিটি মুক্তি পাবে।

Advertisement

১২ সেপ্টেম্বর ছবিটি আন্তর্জাতিক স্তরে মুক্তি পায়। শুক্রবার খবর ছড়ায়, ভারতে নাকি ২৬ সেপ্টেম্বর এই ছবি মুক্তি পাবে। কিন্তু এই খবর ভিত্তিহীন বলে জানা গিয়েছে।

২০১৬ সালে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অভিনয় করার পরে ভারতে নিষিদ্ধ হয়েছিলেন ফওয়াদ। উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পরে সেই বারও নিষিদ্ধ হয়েছিলেন পাক শিল্পীরা। অবশেষে ৯ বছর পরে জট কাটতে বসেছিল। কিন্তু তার আগেই ঘটে যায় পহেলগাঁও কাণ্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement