কিমের ‘মুড চেঞ্জ’

কিম কার্দাশিয়ান যে দ্বিতীয় বারের জন্য ‘এক্সপেক্টিং’ এ তো সকলেই জানেন। কিন্তু আসন্ন সন্তানের অপেক্ষায় কী ভাবে কাটছে তাঁর দ‌ৈনন্দিন? কেমন করে বদলে যাচ্ছে তাঁর ৩৪ বছরের শরীর রেখা? এই মুহূর্তে হয়ত সাজতে ইচ্ছে করছে, আবার পর মুহূর্তেই মন খারাপ। ম্যুড বদলে যাচ্ছে এক লহমায়।

Advertisement
শেষ আপডেট: ০১ জুলাই ২০১৫ ১৩:১০
Share:

বিকিনি সুন্দরী।

কিম কার্দাশিয়ান যে দ্বিতীয় বারের জন্য ‘এক্সপেক্টিং’ এ তো সকলেই জানেন। কিন্তু আসন্ন সন্তানের অপেক্ষায় কী ভাবে কাটছে তাঁর দ‌ৈনন্দিন? কেমন করে বদলে যাচ্ছে তাঁর ৩৪ বছরের শরীর রেখা? এই মুহূর্তে হয়ত সাজতে ইচ্ছে করছে, আবার পর মুহূর্তেই মন খারাপ। ম্যুড বদলে যাচ্ছে এক লহমায়। সে সব রোজনামচা কিম নিজেই শেয়ার করেছেন নিজের ইন্সটাগ্রামে। ছবি: ইন্সটাগ্রামের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement