রণবীরকে নিয়ে পীযূষের মন্তব্য। ছবি: সংগৃহীত।
রণবীর কপূরের কোনও লজ্জা নেই। তাঁর মতো ‘নগ্ন ও নির্লজ্জ’ মানুষ আগে কখনও দেখেননি। এমন দাবি করলেন পীযূষ মিশ্র। কিন্তু কেন?
পীযূষের মতে, তিনি রণবীরের মতো অভিনেতা আগে দেখেননি। বহু বড় অভিনেতার সঙ্গে কাজ করেছেন। কিন্তু রণবীরের মতো কোনও জড়তাহীন অভিনেতা আগে দেখেননি তিনি। নামকরা পরিবারের সদস্য হয়েও, তা নিয়ে কোনও বড়াই করেন না রণবীর। পীযূষ এক সাক্ষাৎকারে বলেছেন, “ও খুবই স্বাধীন ও বাঁধনছাড়া। ওর ব্যাপারে জিজ্ঞাসা করাই উচিত নয়। ও আলাদাই। এত নগ্ন ও নির্লজ্জ মানুষ আমি আগে দেখিনি।”
কপূর পরিবারের হয়েও তা নিয়ে কোনও জাহির করেন না ‘তামাশা’র অভিনেতা। ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার পরেই তিনি এক অন্য মানুষ। পীযূষের কথায়, “ও এক বড় সম্ভ্রান্ত পরিবারের মানুষ। ওর বাবা, দাদু ও তাঁর বাবা পৃথ্বীরাজ কপূর সকলেই বড় মাপের মানুষ। কিন্তু তার কোনও প্রভাব ওর মধ্যে নেই। এক শতাংশ ছাপও নেই।” এই কারণেই রণবীরকে বিশেষ ভাবে পছন্দ করেন অভিনেতা তথা গীতিকার। রণবীরের অভিনয়েরও প্রশংসা করেছেন তিনি।
রণবীর বরাবর মাটিতে পা রেখে চলেন বলেও দাবি তাঁর। অতিরিক্ত কোনও চাহিদা নেই তাঁর। পীযূষ আগেও এক সাক্ষাৎকারে বলেছিলেন, “এমন অভিনেতাও রয়েছেন, যাঁদের সঙ্গে অন্তত ৮-৯ জন আসে। ১২ জন দেহরক্ষী থাকে। কিন্তু এত দেহরক্ষীর দরকার কী? আপনি নিজে তো একা মানুষ। কে আপনাকে মারতে আসছে? রণবীর সত্যিই অদ্ভুত। এই সব মেজাজ ওর মধ্যে নেই। কারণ, ও নিজে জানে ও বড় তারকা। এই সব চাহিদা ওর মধ্যে নেই। ও আমার প্রিয় অভিনেতা।”