Bomb Threat To Rajinikanth And Dhanush

রজনীকান্ত-ধনুষের বাড়িতে বোমাতঙ্ক! তোলপাড় চেন্নাই, অবশেষে প্রকৃত ঘটনা প্রকাশ্যে আনল পুলিশ

সোমবার থেকে আতঙ্কে দিন কেটেছে দুই তারকা এবং তাঁদের অনুরাগীদের। মঙ্গলবার প্রকৃত ঘটনা প্রকাশ্যে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ২৩:৫৫
Share:

(বাঁ দিকে) দক্ষিণী তারকা রজনীকান্ত এবং ধনুষ (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

বোমা রাখা আছে দক্ষিণী তারকা রজনীকান্ত এবং ধনুষের বাড়িতে! প্রাণসংশয় তাঁদের। এই এক খবরে তোলপাড় চেন্নাই। খবর, সোমবার তামিলনাড়ুর ডেপুটি জেনারেল অফ পুলিশের মেলে এই হুমকিবার্তা আসে। সঙ্গে সঙ্গে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় দুই তারকা অভিনেতার চেন্নাইয়ের বাসভবন।

Advertisement

খবর, হুমকিবার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠে চেন্নাই পুলিশ। নিরাপত্তা বাড়ানোর সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয় তদন্ত। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, কিছু ক্ষণের মধ্যেই প্রকাশ্যে আসে সত্য। চেন্নাই পুলিশের দাবি, ওই হুমকিবার্তা ভুয়ো, যাকে সাইবার প্রতারণার ভাষায় ‘হোয়াক্স’ মেল বলা হয়। সম্প্রতি, এ রকম ভুয়ো মেল যখন-তখন পৌঁছে যাচ্ছে তামিল তারকাদের কাছে। এর ফলে, প্রতি মুহূর্তে নিরাপত্তাহীনতার আশঙ্কায় ভুগছেন তাঁরা।

প্রশাসন আরও জানিয়েছে, এর আগে এ ভাবে ভুয়ো হুমকির শিকার হয়েছেন তৃষা কৃষ্ণনের মতো খ্যাতনামী। হুমকিবার্তা পেয়েছেন ইল্লাইরাজা, বিজয় এবং আরও অনেকে। তালিকায় নতুন সংযোজন রজনীকান্ত, ধনুষ এবং তামিলনাড়ু কংগ্রেস কমিটির সভাপতি কে. সেভালপেরুনথাগাই।

Advertisement

হুমকিবার্তা ভুয়ো, এই তথ্য পেয়ে যদিও নিশ্চিন্ত নয় পুলিশ।তামিলনাড়ুর বম্ব স্কোয়াড পৌঁছে গিয়েছিল ‘থালাইভা’ এবং তাঁর প্রাক্তন জামাতার বাড়ি। চিরুনি তল্লাশি চলে উভয় তারকার চেন্নাইয়ের বাড়িতে। জানা গিয়েছে, উভয়ের বাড়ি থেকেই সন্দেহজনক কোনও কিছু পাওয়া যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement