Shefali Jariwala death

শেফালির বাড়ি থেকে উদ্ধার দুই বাক্স ওষুধ! পুলিশি তদন্তে আর কী কী পাওয়া গেল?

মৃত্যুর আগে রক্তচাপ কমে গিয়েছিল হঠাৎ, তার জেরেই হৃদ্‌রোগে আক্রান্ত হন শেফালি। এর মধ্যেই জানা গেল, অভিনেত্রীর বাড়ি থেকে ঠিক কী কী উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ১৪:৩৩
Share:

শেফালির বাড়ি থেকে কী কী পেল পুলিশ? ছবি: সংগৃহীত।

শেফালি জ়ারিওয়ালার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগৎ। শেফালির মৃত্যুর কারণ নিয়ে জলঘোলা হচ্ছে বিস্তর। এখনও পর্যন্ত জানা যাচ্ছে, মৃত্যুর অন্যতম কারণ বয়স ধরে রাখার ওষুধের অনিয়ন্ত্রিত ব্যবহার। মৃত্যুর আগে রক্তচাপ কমে গিয়েছিল হঠাৎ, তার জেরেই হৃদ্‌রোগে আক্রান্ত হন অভিনেত্রী। এর মধ্যেই জানা গেল, তাঁর বাড়ি থেকে ঠিক কী কী উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেফালির বাড়ি থেকে পাওয়া গিয়েছে বেশ কিছু অ্যান্টি-এজিং অর্থাৎ বয়স ধরে রাখার ওষুধ। এ ছাড়াও ত্বকে ঔজ্জ্বল্য আনার ওষুধ এবং বেশ কিছু ভিটামিন সাপ্লিমেন্টস।

মৃত্যুর কারণ নিয়ে এখনও তদন্ত চালাচ্ছে মুম্বই পুলিশ। তাই অভিনেত্রীর বাড়ি তল্লাশিতে গিয়ে উল্লখিত ওষুধগুলি তারা উদ্ধার করেছে। জানা যাচ্ছে, শেফালির বাড়ি থেকে প্রায় দুই বাক্স এ ধরনের ওষুধ পাওয়া গিয়েছে।

Advertisement

শেফালির পরিবারের দাবি, এই ওষুধগুলি খাওয়ার জন্য কোনও চিকিৎসকের পরামর্শ নেননি অভিনেত্রী। তবে এই ওষুধগুলি তাঁর শরীরের উপর কোনও প্রভাব ফেলেনি। গত শুক্রবার অর্থাৎ ২৭ জুন মাঝ রাতে শেফালির মৃত্যু হয়। রাত সাড়ে ১০টা নাগাদ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement