Poonam Pandey

‘হাজার হাজার মানুষের প্রাণ রক্ষা করেছি, কোনও টাকা পাইনি’, মৃত্যুর রটনা নিয়ে ক্ষোভ উগরে দিলেন পুনম

নিজেই মৃত্যুর খবর ছড়িয়ে দিয়েছিলেন বিতর্কিত অভিনেত্রী। তার পরে নিন্দার ঝ়ড় বয়ে গিয়েছে তার উপর। কিন্তু পুনমের দাবি, তাঁর এই কাণ্ডের পিছনে রয়েছে সৎ উদ্দেশ্য।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৭:১০
Share:

মৃত্যুর রটনা নিয়ে পুনমের সাফাই। ছবি: সংগৃহীত।

জরায়ু-মুখ ক্যানসারে মৃত্যু হয়েছে পুনম পাণ্ডের। নিজেই এমন খবর ছড়িয়ে দিয়েছিলেন বিতর্কিত অভিনেত্রী। তার পরে নিন্দার ঝ়ড় বয়ে গিয়েছে তার উপর। কিন্তু পুনমের দাবি, তাঁর এই কাণ্ডের পিছনে রয়েছে সৎ উদ্দেশ্য। সেই বিষয়ে ফের এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন পুনম।

Advertisement

পুনম জানিয়েছেন, এক বছর পরে মানুষ বুঝতে পারছেন, তাঁর মৃত্যুর গুজব আসলে কতটা প্রয়োজনীয় ছিল। তিনি সাক্ষাৎকারে বলেছেন, “লোকে অনেক কথা বলেছিল তখন। ও কী ভাবে ক্যানসারের মতো বিষয় নিয়ে এমন মিথ্যাচার করতে পারে! প্রচারের জন্য কী ভাবে কেউ এমন করতে পারে! আর লোকজন আমাকে এখন ফোন করছে। ক্রমশ মানুষের বুদ্ধি হচ্ছে। এরাই আমাকে ঘৃণা করেছে। কিন্তু এখন এরাই ভ্যাকসিন করাচ্ছে। চিকিৎসকেরা আমার প্রশংসা করছেন। আমার চিকিৎসক বন্ধুরা বলেছেন, ‘পুনম আমরা বলে বলে হাঁপিয়ে গিয়েছি। কিন্তু তুমি খুব ভাল কাজ করেছ।’ এই ক্যানসারকে আগে থেকেই আটকানো যায়, মানুষ সেটা বুঝেছে।”

এখানেই শেষ নয়। পুনমের দাবি, তাঁর একটি মিথ্যের জন্য হাজার হাজার মানুষের প্রাণ বেঁচেছে। অভিনেত্রীর কথায়, “আমাকে খুব খারাপ খারাপ কথা বলেছে। এরা নিজেরা কোনও কর্মের নয়। নিজেরাই হয়তো প্রতিদিন অসংখ্য মিথ্যে কথা বলে। আর আমি একটা মিথ্যে কথা বলেছিলাম। তার থেকে হাজারের বেশি মানুষের প্রাণ রক্ষা পেয়েছে। এর জন্য আমি কোনও অর্থ পাইনি। টাকাপয়সার কোনও ব্যাপারই ছিল না। একটি মহৎ উদ্দেশ্যের জন্যই এটা করা হয়েছিল। কিন্তু লোকজন আমাকে সাংঘাতিক ভাবে বিঁধেছিল।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement