Paresh Rawal

নিজের প্রস্রাব পান করেন! কটাক্ষের শিকার হয়ে পরেশের পাল্টা খোঁচা, ‘আপনাদেরও চাই নাকি?’

অক্ষয় কুমারের সঙ্গে সমস্যা ও ওই ছবি থেকে বেরিয়ে আসায় তাঁকে নিয়ে নানা রকমের আলোচনা হয়ে চলেছে। এই বিতর্কের মাঝে পরেশ জানিয়েছিলেন, তিনি নিজের প্রস্রাব পান করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ১২:১২
Share:

নিজের প্রস্রাব নিজেই পান করেন পরেশ রাওয়াল। ছবি: সংগৃহীত।

নিজের প্রস্রাব পান করেন, তাতেই সুস্থ থাকে শরীর। এই মন্তব্য করার পর থেকে কটাক্ষের শিকার হয়েছিলেন পরেশ রাওয়াল। এক দিকে ‘হেরা ফেরি’ নিয়ে বিতর্কে রয়েছেন তিনি। অক্ষয় কুমারের সঙ্গে সমস্যা ও ওই ছবি থেকে বেরিয়ে আসায় তাঁকে নিয়ে নানা রকমের আলোচনা হয়ে চলেছে। এই বিতর্কের মাঝে পরেশ জানিয়েছিলেন, তিনি নিজের প্রস্রাব পান করেন। এই মন্তব্যের জন্য দীর্ঘ দিন কটাক্ষের শিকার হয়ে ফের মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি পাল্টা খোঁচা দিয়েছেন। পরেশ বলেছেন, “আমি তো ওদের (যাঁরা সমালোচনা করছেন) প্রস্রাব পান করতে বলিনি। নাকি, আমি ওদের প্রস্রাব পান করার প্রস্তাব দিইনি বলেই ওদের সমস্যা হচ্ছে? ওরা কি ভাবছে, ‘আরে ইনি তো সব একাই পান করে ফেললেন। আমাদের একটুও দিলেন না!’”

পরেশ দাবি করেছেন, ওই ঘটনা প্রায় ৪০ বছর আগের। সে কথাই জানিয়েছিলেন তিনি। অভিনেতা বলেন, “তাতে কী এমন হয়েছে? তিলকে তাল করতে ওদের ভাল লাগে। ওরা এই নিয়ে আনন্দ করুক।” প্রস্রাব পান করে কি কেউ কোনও উপকার পান? এই প্রসঙ্গে বর্ষীয়ান অভিনেতা বলেন, “অনেকেই প্রস্রাব পান করে নানা উপকারিতা পেয়েছে। কিন্তু আমি এর গভীরে যেতে চাই না।”

Advertisement

এর আগে পরেশ দাবি করেছিলেন, ‘ঘাতক’ ছবির শুটিং চলাকালীন হাঁটুতে চোট পান। আঘাত এতটা গুরুতর ছিল যে, তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হয়। পরেশ ভেবেছিলেন, তাঁর কেরিয়ার শেষ। কিন্তু তখনই যেন এই অভিনব বুদ্ধি নিয়ে হাজির হন বীরু দেবগন। তিনি পরেশকে পরামর্শ দেন দ্রুত সুস্থ হয়ে উঠতে গেলে পান করতে হবে নিজের মূত্র। টানা ১৫ দিন নিজের মূত্র পান করে নাকি সুস্থ হয়ে উঠেছিলেন পরেশ রাওয়াল। সত্তরের দশকের শেষ ভাগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজী দেশাইও নাকি প্রায় একই দাবি করেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement