ভ্যালেন্টাইনস ডে-তে পুনমের সঙ্গে কাটাবেন?

ভ্যালেন্টাইনস ডে-তে পুনম পাণ্ডের সঙ্গে কাটাবেন? তা হলে আপনাকে শুনতেই হবে একটি নির্দিষ্ট এফ এম চ্যানেল। সেখানে পুনমের মতো করে কাটাতে পারবেন ভ্যালেন্টাইনস ডে। টুইটারে ভক্তদের এই আমন্ত্রণ জানিয়েছেন পুনম স্বয়ং। তিনি লিখেছেন, ‘ভ্যালেন্টাইনস ডে-র জন্য এক্সক্লুসিভ শুটিং করলাম।’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১০:২১
Share:

ভ্যালেন্টাইনস ডে-তে পুনম পাণ্ডের সঙ্গে কাটাবেন? তা হলে আপনাকে শুনতেই হবে একটি নির্দিষ্ট এফ এম চ্যানেল। সেখানে পুনমের মতো করে কাটাতে পারবেন ভ্যালেন্টাইনস ডে। টুইটারে ভক্তদের এই আমন্ত্রণ জানিয়েছেন পুনম স্বয়ং। তিনি লিখেছেন, ‘ভ্যালেন্টাইনস ডে-র জন্য এক্সক্লুসিভ শুটিং করলাম।’

Advertisement

আসলে পুনম পাণ্ডে মানেই নতুন কোনও চমক। কখনও ভারত ক্রিকেট বিশ্বকাপে জিতলে তিনি নগ্ন হওয়ার প্রতিশ্রতি দেন, কখনও বা ডাবসম্যাশে বিতর্কিত ছবি— এ ভাবেই ‘পেজ থ্রি’তে পরিচিত এই মডেল। প্রাক্তন অভিনেতা বিনোদ খন্নার ছেলে সাক্ষী খন্নার সঙ্গেও তাঁর সম্পর্ক নিয়ে বেশ জল্পনা ছড়িয়েছিল বলিউ়ডে।

কিন্তু সে সব আপাতত অতীত। আসন্ন ভ্যালেন্টাইনস ডে নিজের অনুরাগীদের জন্যই ডেডিকেট করেচেন তিনি। তবে অনেক ভক্তদেরই প্রশ্ন, রেডিওতে কি পুনমকে দেখা যাবে? না দেখা গেলে তো ভ্যালেন্টাইনস ডে-র মজাটাই মাটি!

Advertisement

দেখুন ফোটোগ্যালারি: পুনশ্চ পুনম, শরীর কথা বলে তাঁর

পুনমের অন্দরে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement