Tollywood Gossip

প্রেমিকাকে ঘাড় থেকে নামাতে মরিয়া নায়ক! নতুন নায়িকাকে নিয়ে ছুটলেন বিদেশে?

টলিপাড়ার আনাচকানাচে কখন যে কী ঘটছে তা বোঝা দায়। শোনা যাচ্ছে, টলিপাড়ার অন্যতম আলোচিত জুটির সম্পর্কে নাকি এসেছেন তৃতীয় ব্যক্তি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০২৫ ১৬:০৫
Share:

প্রেম ভাঙছে টলিপাড়ার বহুচর্চিত জুটির? ছবি: সংগৃহীত।

কেবল নায়ক হিসাবে নয়, এখন প্রযোজক হিসাবেও টলিপাড়ায় তাঁর প্রতিপত্তি। অভিনেতার আগের ছবির ঘোর এখনও কাটেনি দর্শকের। এর মাঝেই নতুন ছবির ঘোষণা করেছেন। ইদানীং ছোট পর্দার অভিনেত্রীদের সঙ্গে নায়কের কাজের সংখ্যা বেড়েছে। তাতেই নাকি গোসা হয়েছে অভিনেতার সুন্দরী প্রেমিকার। বহু বছরের প্রেম তাঁদের। প্রথমে তো প্রকাশ্যে নিজেদের শুধুই ‘ভাল’ বন্ধু বলে দাবি করতেন তাঁরা।

Advertisement

তবে গত কয়েক বছরে একাধিক বার নিজেদের প্রেমের কথা স্বীকার করেছেন তাঁরা। নায়িকা যে প্রেমিককে চোখে হারান, সে কথা স্টুডিয়োপাড়ায় কান পাতলেই শোনা যায়। আর যদি কোনও অভিনেত্রী ভুল করেও নায়কের ঘনিষ্ঠ হয়েছেন তা হলে তো কোনও কথাই নেই। সূত্র বলছে, এখন নায়কের পছন্দ হয়েছে নতুন এক নায়িকাকে। তাঁকে নিয়ে বিদেশে গানের শুটিংয়ে ব্যস্ত তিনি। আর এ দিকে প্রেমিকার মুখ ভার।

অনেক দিন হল সমাজমাধ্যমের পাতায় পরস্পরকে অনুসরণ করেন না তাঁরা। তখনই অনেকে ইঙ্গিত পেয়েছিলেন এই সম্পর্ক ভাঙার। কিন্তু প্রকাশ্যে অবশ্য এ বিষয় কিছু বলেননি। উল্টে একসঙ্গে ছবিও দিয়েছেন তাঁরা। এ ভাবেই নিজেদের দূরত্ব অনেকটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন তাঁরা।

Advertisement

কিন্তু এখন বন্ধুবান্ধবের সামনেও এই জুটির সমস্যার কথা বেরিয়ে আসছে। নায়ক নাকি তাঁর ঘনিষ্ঠমহলে বলেছেন এই প্রেমটাকে বয়ে নিয়ে বেড়ানো কঠিন হয়ে যাচ্ছে। তাই প্রেমিকার রাগ ভাঙানো তো দূর, নায়ক নতুন নায়িকার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত। এ দিকে এটাই নায়কের সেই প্রেমিকার জন্মদিনের মাস। ২০২৪ সাল পর্যন্ত অভিনেতা নিজের বাড়িতেই ধুমধাম করে পালন করে এসেছেন প্রেমিকার জন্মদিন। এই বছরেও কি সেই উদ্‌যাপন হবে? না কি সম্পর্কের সমীকরণ বদলে দেবে সব ছবি!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement