Entertainment News

‘পোস্ত’ রান্না করছেন সৌমিত্র, যিশু, মিমি…

‘পোস্ত’। তা সে বাটাই হোক বা তরকারি— চেটেপুটে ভাতের পাতে আমবাঙালির তৃপ্তির ঢেঁকুর ওঠে ফি-সপ্তাহে। এ বার সেই ‘পোস্ত’ই পাবেন বড়পর্দায়। হেঁশেল সামলাচ্ছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। বৈঠকী মেজাজে আটপৌরে গল্প বলতেই তাঁদের পরের ছবির নাম রেখেছেন ‘পোস্ত’।

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৬ ১২:১৭
Share:

‘পোস্ত’। তা সে বাটাই হোক বা তরকারি— চেটেপুটে ভাতের পাতে আমবাঙালির তৃপ্তির ঢেঁকুর ওঠে ফি-সপ্তাহে। এ বার সেই ‘পোস্ত’ই পাবেন বড়পর্দায়। হেঁশেল সামলাচ্ছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। বৈঠকী মেজাজে আটপৌরে গল্প বলতেই তাঁদের পরের ছবির নাম রেখেছেন ‘পোস্ত’।

Advertisement

রান্নায় তদারকি করবেন সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত প্রমুখ। ‘পোস্ত’র গানঘর সামলাচ্ছেন অনুপম রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং উপল সেনগুপ্ত।

একান্নবর্তী পরিবার, খুনসুটি-আড্ডা-ঝগড়া-প্রেমের বুনোটে এর আগে একাধিকবার দর্শককে হলমুখী করেছেন পরিচালক জুটি। এ বারও সেই চেনা অঙ্ক। মূল্যবোধ কী ভাবে ছড়িয়ে যায় প্রজন্মের পর প্রজন্ম তা নিয়ে চিত্রনাট্য সাজিয়েছেন নন্দিতা-শিবপ্রসাদ। আগামী ডিসেম্বর থেকে শুরু হবে শুটিং।

Advertisement

‘বেলাশেষে’ এবং ‘প্রাক্তন’ বক্স অফিসে লেটার মার্কস পেয়েছে। তাই আগামী বছর ‘পোস্ত’র ওপর টলিউডের ব্যবসায়িক সাফল্য অনেকটাই নির্ভর করছে বলে মনে করছেন টলিউডের একটা বড় অংশ।

আরও পড়ুন, ‘আমাকেও রাজ সম্পর্কে লোকে কত কী বলেছে, আমি তো বিশ্বাস করিনি!’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement