Entertainment News

অনুরাগীর হাতে চড় খেলেন প্রভাস! দেখুন ভিডিয়ো

বিমানবন্দরে এক অনুরাগী প্রভাসের সঙ্গে ছবি তোলেন। তিনি এতটাই উত্তেজিত ছিলেন, যে আনন্দে লাফাতে দেখা গিয়েছে তাঁকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৯ ১৫:২৮
Share:

প্রভাস।

সিনেপ্রেমী অথচ ‘বাহুবলী’ দেখেননি— এমন দর্শক হাতে গোনা। ‘বাহুবলী’ তুমুল জনপ্রিয়তা দিয়েছে নায়ক প্রভাসকে। আপাতত পরের ছবি ‘সাহো’ নিয়ে ব্যস্ত তিনি। শোনা যাচ্ছে, সেই ছবির শুটিংয়েই লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন নায়ক। আর সেখানেই অদ্ভুত এক অভিজ্ঞতার সম্মুখীন হলেন তিনি।

Advertisement

বিমানবন্দরে এক অনুরাগী প্রভাসের সঙ্গে ছবি তোলেন। তিনি এতটাই উত্তেজিত ছিলেন, যে আনন্দে লাফাতে দেখা গিয়েছে তাঁকে। তার পর হঠাৎই প্রভাসের গালে চড় মারেন! তাৎক্ষনিক ঘটনায় হতবাক হয়ে যান প্রভাস। তবে সামলে নিয়ে তখনই আরও এক অনুরাগীর সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে তাঁকে। গোটা ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

অনুরাগীদের ভালবাসার অত্যাচার সহ্য করতে হয় সেলিব্রিটিদের। কখনও সেলফি তোলার জন্য প্রায় গায়ের ওপর উঠে পড়েন কেউ। কখনও বা হাত মেলানোর জন্য হুড়োহুড়ি হয়। কিন্তু এ ভাবে চড় খেতে হবে, তা বোধহয় আগে ভাবেননি প্রভাস।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, বিয়ের দিন ঘোষণা করলেন মালাইকা-অর্জুন?

Her excitement at peaks 😍😍😍😍, Very lucky fans 😍😍😍. Los Angeles prabhas fans ,😍😍😍😍 #Prabhas #Saaho #ShadesOfSaahoChapter2 #ShadesOfSaaho2

A post shared by Prabhas (@uppalapati_prabhas_official) on

(শাহরুখ, আমির, সলমান না অক্ষয়। কে করছেন বক্স অফিসে রাজ? দেখে নিন আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement