প্রত্যুষার মৃত্যু শ্বাসরুদ্ধ হয়েই, আভাস অটোপ্‌সি রিপোর্টে

শেষ মূহুর্তে দড়ির ফাঁস তাঁর শ্বাসনালী আর ঘাড়ে খুব জোরে চেপে বসেছিল। আর ওই জোরালো ফাঁসই তাঁর শ্বাস রোধ করে দিয়েছিল। আত্মঘাতী টেলিভিশন অভিনেত্রী প্রত্যুষা মুখোপাধ্যায়ের দেহের প্রাথমিক অটোপ্‌সি রিপোর্ট থেকে এই তথ্য মিলেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৬ ১৬:০৯
Share:

শেষ মূহুর্তে দড়ির ফাঁস তাঁর শ্বাসনালী আর ঘাড়ে খুব জোরে চেপে বসেছিল। আর ওই জোরালো ফাঁসই তাঁর শ্বাস রোধ করে দিয়েছিল।

Advertisement

আত্মঘাতী টেলিভিশন অভিনেত্রী প্রত্যুষা মুখোপাধ্যায়ের দেহের প্রাথমিক অটোপ্‌সি রিপোর্ট থেকে এই তথ্য মিলেছে।

সেই রিপোর্ট বলছে, দড়ির ফাঁস যে প্রত্যুষার গলায় আর ঘাড়ে খুব জোরে চেপে বসেছিল, তা বোঝা গিয়েছে দড়ির ফাঁসের দাগ (লাইগেচার মার্কস্‌) দেখে। আর ওই জোরালো ফাঁসের জন্যই শেষ মূহুর্তে অসম্ভব রকমের শ্বাসকষ্ট (অ্যাস্পিসিয়েশন) হয়েছিল প্রত্যুষার। শনিবারই ওই অটোপ্‌সি করা হয়।

Advertisement

আরও পড়ুন- মৃত্যুর আগে আকন্ঠ মদ্যপান করেছিলেন প্রত্যুষা?

প্রত্যুষার মৃতদেহের পোস্টমর্টেম আর অটোপ্‌সির পুরো তিন ঘণ্টার ফুটেজটাই ভিডিওয় ধরে রাখা রয়েছে বলে জানিয়েছেন কলকাতা পুলিশের জোন-১১’র ডেপুটি কমিশনার বিক্রম দেশমানে। তিনি বলেন, ‘‘চূড়ান্ত রিপোর্ট হাতে না হলেও, প্রাথমিক ভাবে বলা যায়, শ্বাসরুদ্ধ (অ্যাস্পিসিয়েশন) হয়েই মৃত্যু হয় প্রত্যুষার।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement