সুদীপের জন্মদিনে পৃথার বিশেষ শুভেচ্ছা। ছবি: সংগৃহীত।
তাঁদের নাকি বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে। বিস্তর আলোচনা হয়েছিল সুদীপ মুখোপাধ্যায় এবং পৃথা চক্রবর্তীর সম্পর্ককে কেন্দ্র করে। সমাজমাধ্যমে প্রথম পৃথাই জানিয়েছিলেন স্বামী সুদীপের সঙ্গে সমস্যার কথা। তার পরে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে অভিনেতাকে। মান-অভিমান, দূরত্বের পরেও সুদীপের জন্মদিনে কী করলেন পৃথা?
ইন্ডাস্ট্রির ফিসফাস, তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। একছাদের তলায় থাকেন না তাঁরা। দুই ছেলেকে নিয়ে পৃথা থাকেন এক বাড়িতে। আর সুদীপ থাকেন অন্য বাড়িতে। কিন্তু ছেলের জন্মদিন হোক কিংবা ছবির বিশেষ প্রদর্শন— সর্বত্র একসঙ্গে দেখা যায় দম্পতিকে। তাই অনেক প্রশ্ন তৈরি হয়েছে সকলের মনে। তা হলে কি সব দূরত্ব মিটিয়ে আবার কাছাকাছি তাঁরা? সেই উত্তর পাওয়া না গেলেও সুদীপের জন্মদিনে এল বিশেষ বার্তা।
২৭ সেপ্টেম্বর সুদীপের জন্মদিন। বিশেষ দিনে একটি পারিবারিক ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন পৃথা। ছবিতে দেখা যাচ্ছে দুই ছেলেকে নিয়ে বসে আছেন সুদীপ। লিখেছেন, “পৃথিবীর শ্রেষ্ঠ জন্মদিনের শুভেচ্ছা। ধন্যবাদ এত ভালবাসার জন্য। সুদীপ আমাদের ধন্যবাদ বলো।” অনেকেই ধরে নিয়েছেন তাঁদের সম্পর্কের বরফ বুঝি এ বার গলেছে। আগামী দিনে কি আবার একসঙ্গে সংসার করবেন তাঁরা? সেই প্রশ্ন থেকেই যায়।