‘বেবি’ মুডের করিনা কোন বেবিকে দেখতে গেলেন?

তিনি এখন ‘বেবি’ মুডে। তিনি এখন সন্তানসম্ভবা। তিনি করিনা কপূর খান। দু’দিন আগেই করিনার প্রেগন্যান্সির খবর কনফার্ম করেছেন খোদ সইফ আলি খান। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরে প্রথম সন্তানের জন্ম দেবেন বেবো।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৬ ১৩:০৫
Share:

তিনি এখন ‘বেবি’ মুডে।

Advertisement

তিনি এখন সন্তানসম্ভবা।

তিনি করিনা কপূর খান।

Advertisement

দু’দিন আগেই করিনার প্রেগন্যান্সির খবর কনফার্ম করেছেন খোদ সইফ আলি খান। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরে প্রথম সন্তানের জন্ম দেবেন বেবো। তার আগে দীর্ঘ দিনের বন্ধু তুষার কপূরের ছেলেকে দেখতে গেলেন নায়িকা।

কয়েক দিন আগেই সারোগেসির মাধ্যমে ছেলের বাবা হয়েছেন তুষার। ছোটবেলায় করিনা এবং তুষার খুব ভাল বন্ধু ছিলেন। মার্কিন মুলুকে পড়তে যাওয়ার আগে পর্যন্ত ভাল বন্ডিং ছিল তাঁদের। তার পর ব্যস্ততার কারণে সেই বন্ধুত্বে ছেদ পড়ে। জীবনের নতুন ধাপে ফের এক বার সেই দোস্তি ঝালিয়ে নিলেন এই দুই সেলেব। এক জন সদ্য বাবা হয়েছেন। আর এক জন এনজয় করছেন প্রেগন্যান্সি। বন্ধুত্বের আড্ডা যেন বদলে গেল পেরেন্টিংয়ের গল্পে।

আরও পড়ুন, করিনার প্রেগন্যান্সির খবরে এ কী বলল হর্ষালি!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement