Entertainment News

নাম বদলে ফেললেন প্রীতি!

এখন থেকে প্রীতি নিজের নাম এবং পদবির মাঝে ‘জি’ অক্ষরটি ব্যবহার করবেন। অর্থাত্ তিনি হলেন প্রীতি ‘জি’ জিন্টা। কিন্তু কেন এই বদলের সিদ্ধান্ত?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জুন ২০১৮ ১১:১২
Share:

প্রীতি জিন্টা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

এতদিন তাঁকে সকলে চিনতেন প্রীতি জিন্টা নামে। আত্মীয়, বন্ধু মহল হোক অথবা অসংখ্য অনুরাগী— বলি নায়িকা এই নামেই পরিচিত ছিলেন সকলের কাছে। কিন্তু হঠাত্ই নাম বদলের সিদ্ধান্ত নিলেন প্রীতি।

Advertisement

এখন থেকে প্রীতি নিজের নাম এবং পদবির মাঝে ‘জি’ অক্ষরটি ব্যবহার করবেন। অর্থাত্ তিনি হলেন প্রীতি ‘জি’ জিন্টা। কিন্তু কেন এই বদলের সিদ্ধান্ত?

প্রীতি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বিয়ের পর আমি ঠিক করি ‘জি’ শব্দটা আমার স্বামীর নামের থেকে নেব। একটা ‘জি’ আমার জন্য যথেষ্ট।’ প্রীতির স্বামীর নাম জেনে গুডএনাফ।

Advertisement

আরও পড়ুন, স্বমেহনের অভিনয়, ট্রোলিংয়ের জবাব দিলেন স্বরা

সম্প্রতি দিল্লির ব্যবসায়ী আনন্দ কে আহুজাকে বিয়ে করেছেন সোনম কপূর। তার পর থেকেই তিনিও নিজের নাম এবং পদবীর মধ্যে ‘কে’ অক্ষরটি ব্যবহার করছেন। কিন্তু বিয়ের দু’বছর পরে প্রীতি কেন এই সিদ্ধান্ত নিলেন তা অবশ্য খোলসা করেননি। 😘

সম্প্রতি দিল্লির ব্যবসায়ী আনন্দ কে আহুজাকে বিয়ে করেছেন সোনম কপূর। তার পর থেকেই তিনিও নিজের নাম এবং পদবীর মধ্যে ‘কে’ অক্ষরটি ব্যবহার করছেন। কিন্তু বিয়ের দু’বছর পরে প্রীতি কেন এই সিদ্ধান্ত নিলেন তা অবশ্য খোলসা করেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement