Updates Of Pritha Chakraborty's Movie Paharganj Halt

অল্প কাজ বাকি, প্রতীক কি এ বার ‘পাহাড়গঞ্জের হল্ট’ ছবির কাজ শেষ করবেন? অনুরোধ পৃথার

পৃথার পরের ছবি ‘ফেরা’র শুটিং শেষ। তাঁর আগের ছবির কাজ শেষ হতে মাত্র ১০ শতাংশ বাকি। ‘পাহাড়গঞ্জের হল্ট’ কি শেষ হবে না?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১৯:৩৫
Share:

পৃথা চক্রবর্তীর অনুরোধ রাখবেন প্রতীক চক্রবর্তী? ছবি: ফেসবুক।

মঙ্গলবার শুটিং শেষ হল পৃথা চক্রবর্তীর আগামী ছবি ‘ফেরা’র শুটিং। এ দিন ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে প্রিয়াঙ্কার সরকার, সুব্রত দত্ত-সহ অন্যান্য অভিনেতারা ছিলেন। কথায় কথায় ওঠে তাঁর আগের ছবি ‘পাহাড়গঞ্জ হল্ট’-এর কথা।

Advertisement

তখনই আনন্দবাজার ডট কম-কে পৃথা জানান, তাঁর আগের ছবির মাত্র ১০ শতাংশ কাজ বাকি। তিনি অনুরোধ জানিয়েছেন প্রতীককে, “প্রতীক যদি এ বার ছবির বাকি সামান্য কাজ শেষ করে দেন তা হলে তিন বছরের অপেক্ষায় দাঁড়ি পড়ে।” সম্প্রতি মুক্তি পেয়েছে জয়ব্রত দাসের প্রথম ছবি ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’। এই ছবির প্রযোজনার সঙ্গেও প্রতীক যুক্ত ছিলেন। তাঁর আগের একাধিক ছবির বকেয়া পরিশোধ না হওয়ায় ছবিমুক্তিতে বাধা দিয়েছিল ফেডারেশন। পরে প্রতীক বকেয়া পাওনার কিছুটা এবং বাকি অর্থ পরিবেশক-প্রেক্ষাগৃহের মালিক শতদীপ শোধ করায় ছবিটি মুক্তি পায়। এই পদক্ষেপই কি নতুন করে পৃথার মনে আশা জুগিয়েছে?

পরিচালকের বক্তব্য, “আমার বিষয়টি তিন বছর আগের ঘটনা। তিন বছর ধরে তিনি আশ্বাস দিয়ে যাচ্ছেন, ছবি শেষ করবেন। এখনও ‘পাহাড়গঞ্জ হল্ট’ নিয়ে কথা উঠলে তিনি একই আশ্বাস দেন। কিন্তু আমি যে আর ভরসা পাই না!” প্রায় একই কথা শোনালেন ‘ফেরা’ ছবির নায়ক ঋত্বিক। তাঁর কথায়, “খুবই সামান্য অংশ বাকি। ছবির বিষয় সত্যিই পছন্দ হবে দর্শকের। পৃথার সঙ্গে বিষয়টি নিয়ে আমারও কথা হয়। কিন্তু ওই পর্যন্তই।”

Advertisement

নতুন বছরে যদি ‘পাহাড়গঞ্জ হল্ট’-এর শুটিং সত্যিই হয়, আগের অনুভূতি ফোটানো সম্ভব হবে অভিনেতাদের?

অভিনেতা জানিয়েছেন, কয়েক গুরুত্বপূর্ণ দৃশ্য বাকি। তার জন্য তাঁর ‘লুক’ বদলাতে হবে আবার। “ছবির জন্য প্রায় ন্যা়ড়া হতে হয়েছিল। সেই চেহারা ফেরাতে হলে ফের তেমন করে চুল কাটতে হবে।” ঋত্বিকের হাতে কাজ না থাকলে সেটা তিনি করতে পারবেন না। তাই তাঁর কথায়, “প্রতীক যদি শুরুও করেন, তখন আমি ফাঁকা কি না, সেটাও দেখতে হবে। তবেই শুটিং শেষ করা সম্ভব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement