Bollywood gossip

কমবয়সি নায়িকাদের সঙ্গে শারীরিক সম্পর্ক! উচ্চশিক্ষিত স্ত্রীকে দিনের পর দিন ঠকিয়েছেন এই অভিনেতা

অভিনেতার স্ত্রী নিজেই এসেছিলেন তান্যার কাছে। স্বামী কোথায় যান, কার সঙ্গে দেখা করেন— এই সব খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৯:৩৩
Share:

দিনের পর দিন স্ত্রীর সঙ্গে প্রতারণা অভিনেতার। প্রতীকী ছবি।

পরিষ্কার ভাবমূর্তি। স্ত্রী ও দুই সন্তান নিয়ে সংসার অভিনেতার। কিন্তু একসময় স্ত্রীর সঙ্গে প্রকাশ্যে প্রতারণা করেছেন সেই অভিনেতা। কে তিনি? সম্প্রতি সেই অভিনেতার কথা এক সাক্ষাৎকারে জানালেন বেসরকারি সংস্থার গোয়েন্দা তান্যা পুরি।

Advertisement

অভিনেতার স্ত্রী নিজেই এসেছিলেন তান্যার কাছে। স্বামী কোথায় যান, কার সঙ্গে দেখা করেন— এই সব খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছিলেন তিনি। তদন্ত করতে গিয়েই তান্যা জানতে পারেন, সত্যিই প্রতারণা করছেন সেই অভিনেতা। স্ত্রীর কাছে গোপন করে বহু অল্পবয়সি অভিনেত্রীর সঙ্গে নাকি সম্পর্কে ছিলেন সেই অভিনেতা। ২০০০ সালের প্রথম দিকে বিয়ে করেছিলেন এই অভিনেতা। বি-টাউনে তাঁরা অতি সুখী দম্পতি হিসাবে পরিচিত। কিন্তু বাস্তবে নাকি তাঁরা একেবারেই তেমন নয়।

সাক্ষাৎকারে তান্যা বলেছেন, “বলিউডে প্রচুর বিবাহবহির্ভূত সম্পর্কের ঘটনা রয়েছে। কিন্তু মানুষ এগুলো নিয়ে কথা বলে না। প্রত্যেকে ভাল ভাবমূর্তি দেখাতে চান। আমি যে দম্পতির কথা বলছি, তাঁদের বিয়ে হয় ২০০০ সালের পরে। এঁদের সম্পর্কে সেই অভিনেতা বরাবর প্রতারণা করে এসেছেন। অল্পবয়সি অভিনেত্রীদের সঙ্গে তিনি সম্পর্কে থেকেছেন।”

Advertisement

অভিনেতার এই বিবাহবহির্ভূত সম্পর্কের কথা তাঁর স্ত্রীও জানেন। এমনকি অভিনেতার সন্তানেরাও জানেন। তান্যা বলেছেন, “এই অভিনেতার দুই সন্তান ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন। ওঁরাও সবটাই জানেন। ক্যামেরার সামনে এই দম্পতি ভীষণ ‘পারফেক্ট’। অভিনেতার স্ত্রী খুবই শিক্ষিত। স্বামীর মধ্যে ‘দেশি মুন্ডা’ ব্যাপার রয়েছে।”

তবে একটা সময়ের পরে অভিনেতা সব কিছু খোলসা করেন স্ত্রীর কাছে এবং প্রতিজ্ঞা করেন, সম্পর্কে আর প্রতারণা করবেন না তিনি। তবে অভিনেতার স্ত্রীর নাকি শারীরিক প্রতারণা নিয়ে তেমন আপত্তি নেই। কারণ তিনি মনে করেন, নিজেদের মধ্যে মনের ঘনিষ্ঠতা থাকা বেশি জরুরি। অভিনেতার নাম যদিও প্রকাশ্যে আনেননি তান্যা পুরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement