Karisma Kapoor Vs Priya Kapur

ছেলেমেয়েদের কলেজের মাইনে বাকি! পাল্টা করিশ্মার সতীন কত লক্ষ টাকার হিসাব প্রকাশ্যে আনলেন?

করিশ্মার মেয়ে সামাইরা স্নাতকস্তরের পড়াশোনা করছেন আমেরিকার টাফ্ট বিশ্ববিদ্যালয়ে। অভিযোগ, সেখানেই পড়াশোনার খরচ দেওয়া বন্ধ করে দিয়েছেন সঞ্জয়ের বর্তমান স্ত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ১৮:০২
Share:

করিশ্মার ছেলেমেয়েদের জন্য কত টাকা দিলেন প্রিয়া? ছবি: সংগৃহীত।

গত দু’মাস ধরে করিশ্মা কপূরের মেয়ের বিশ্ববিদ্যালয়ের মাইনে দেওয়া হয়নি! আদালতের দ্বারস্থ করিশ্মা-কন্যা সামাইরা কপূর। সঞ্জয় কপূরের সম্পত্তির মালিকানা নিয়ে আইনি লড়াইয়ের মাঝেই এই দাবি করেন অভিনেত্রী-কন্যা। পড়াশোনার খরচ না দেওয়ার অভিযোগ উঠল প্রিয়ার বিরুদ্ধে। ঠিক কত টাকা খরচ হয় সামাইরার পড়াশোনায়?

Advertisement

করিশ্মার মেয়ে সামাইরা স্নাতকস্তরের পড়াশোনা করছেন আমেরিকার টাফ্ট বিশ্ববিদ্যালয়ে। ওই একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন অমীষা পটেলও। সেখানে প্রতি সেমিস্টারে নাকি খরচ ৯৫ লক্ষ টাকা। সম্প্রতি আদালতে সামাইরার বাবার বর্তমান স্ত্রী সেই নথি প্রকাশ্যে এনেছেন।

করিশ্মাদের তরফে আইনজীবী মহেশ জাঠমলানি জানান, করিশ্মার দুই সন্তান আমেরিকায় পড়াশোনা করছেন। আইনজীবীর অভিযোগ, করিশ্মার ছেলেমেয়ের পড়াশোনার খরচ দেওয়ার কথা তাঁর স্বামীর। কিন্তু, সঞ্জয় মারা যাওয়ার পর থেকে নাকি সে সব বন্ধ করে দিয়েছেন প্রিয়া। যদিও প্রিয়ার আইনজীবী রাজীব নায়ারের দাবি, এই অভিযোগ মিথ্যা। সঞ্জয়ের মৃত্যুর পরেও ছেলেমেয়েদের প্রতি সমস্ত দায়িত্ব পালন করছেন প্রিয়া, দাবি আইনজীবীর। যদিও করিশ্মার সন্তানদের সঙ্গে সহমর্মী করিশ্মার প্রাক্তন ননদ। তাঁর প্রশ্ন, সন্তানদের পড়াশোনার খরচ বন্ধ করে দেওয়ার অধিকার প্রিয়ার কী করে আসে? তিনি প্রিয়াকে সরাসরি ‘ডাকাত’ তকমা দিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement