জয় গঙ্গাজল আমাকে কোয়ান্টিকোর জন্য তৈরি করেছে: প্রিয়ঙ্কা

দেশ যখন কাশীবাঈতে মজে, মার্কিন যুক্তরাষ্ট্র তখন মুগ্ধ এফবিআই এজেন্ট অ্যালেক্স পারিশের অভিনয়ে। এবিসির ক্রাইম থ্রিলার কোয়ান্টিকোতে এই চরিত্রেই অভিনয় করছেন প্রিয়ঙ্কা চোপড়া। এ দিকে দেশে মু্ক্তি পেয়েছে বাজিরাও মস্তানি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৫ ১৬:০২
Share:

দেশ যখন কাশীবাঈতে মজে, মার্কিন যুক্তরাষ্ট্র তখন মুগ্ধ এফবিআই এজেন্ট অ্যালেক্স পারিশের অভিনয়ে। এবিসির ক্রাইম থ্রিলার কোয়ান্টিকোতে এই চরিত্রেই অভিনয় করছেন প্রিয়ঙ্কা চোপড়া। এ দিকে দেশে মু্ক্তি পেয়েছে বাজিরাও মস্তানি। দুটো সম্পূর্ণ ভিন্ন চরিত্রে প্রিয়ঙ্কা মন জয় করলেও এর পরের জয় গঙ্গাজলেই কিন্তু প্রিয়ঙ্কাকে আবার সেই পুলিশের চরিত্রেই দেখবে দর্শক। ছবির ট্রেলর লঞ্চে প্রিয়ঙ্কা জানালেন, জয় গঙ্গাজল থেকেই তিনি পেয়েছেন কোয়ান্টিকোতে অভিনয়ের অনুপ্রেরণা।

Advertisement

জয় গঙ্গাজলের শুটিং শেষ করেই কোয়ান্টিকোর শুটিংয়ের জন্য মাদ্রিদ পাড়ি দিয়েছিলেন প্রিয়ঙ্কা। জয় গঙ্গাজলে এসপি আভা মাথুরের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবির ট্রেলর লঞ্চে প্রকাশ ঝা মজা করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশ প্রিয়ঙ্কার চাহিদা বাড়ছিল। এফবিআইও ওকে চাইছিল। ওরাই তো আমাকে ফোন করে বলে প্রিয়ঙ্কাকে ট্রেনিং দিতে। এই ছবিতে তাই ওকে একটা ক্র্যাশ কোর্স করিয়ে দিলাম।

প্রকাশের কথায় সায় দিয়ে প্রিয়ঙ্কা বলেন, প্রকাশ একদম ঠিক বলেছেন। কোয়ান্টিকোর ঠিক আগেই জয় গঙ্গাজলে কাজ করি। সেখান থেকেই এফবিআই ট্রেনির চরিত্রে কাজ করার গ্রুমিং হয়ে যায়। সত্যি বলতে কি আইপিএসরাই আমাকে কোয়ান্টিকোর জন্য ট্রেনিং দিয়েছেন।

Advertisement

আগামী মার্চ মাসের চার তারিখ মু্ক্তি পাচ্ছে জয় গঙ্গাজল।

দেখুন জয় গঙ্গাজলের ট্রেলর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন