Bollywood

ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর হলেন প্রিয়ঙ্কা চোপড়া

ইদানিং হলিউডে বেশ পরিচিত এবং জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন তিনি। ‘কোয়ান্টিকো’র জন্য গত বছর ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ জিতেছেন, ‘কোয়ান্টিকো ২’র জন্যও মনোনয়ন পেয়েছেন প্রিয়ঙ্কা। এ বার তাঁর মুকুটে যুক্ত হল আরও একটি আন্তর্জাতিক সম্মান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৬ ১১:০৬
Share:

ইদানিং হলিউডে বেশ পরিচিত এবং জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন তিনি। সাম্প্রতিক অতীতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে সঞ্চলকের ভূমিকাতেও দেখা গিয়েছে তাঁকে। ‘কোয়ান্টিকো’র জন্য গত বছর ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ জিতেছেন, ‘কোয়ান্টিকো ২’র জন্যও মনোনয়ন পেয়েছেন প্রিয়ঙ্কা। এ বার তাঁর মুকুটে যুক্ত হল আরও একটি আন্তর্জাতিক সম্মান। প্রিয়ঙ্কা চোপড়াকে তাদের আন্তর্জাতিক গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করল ইউনিসেফ। তাঁর সঙ্গে এই তালিকায় রয়েছেন জ্যাকি চ্যান, ডেভিড বেকহ্যাম, অরল্যান্ডো ব্লুমের মতো বিখ্যাত আন্তর্জাতিক তারকারা। এই গুরুদায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত এবং গর্বিত প্রিয়ঙ্কা। টুইট করে তিনি জানিয়েছেন, “এই অসাধারণ দলের সঙ্গে ইউনিসেফের আন্তর্জাতিক গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে প্রত্যেক শিশুর সেবা করার সুযোগ পেয়ে আমি গর্বিত। এমন সংস্কারমুক্ত এক দল মানুষের সঙ্গে দেখা করে খুব ভাল লাগল যাঁরা বিশ্বাস করেন মনুষ্যত্ব এখনও হারিয়ে যায়নি।”

Advertisement

‘ইউনিসেফ গ্লোবাল ফ্যামিলি’র সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেওয়ার জন্য ডেভিড বেকহ্যাম ও অভনেত্রী মিলি ববি ব্রাউনকে ধন্যবাদ জানিয়েছেন প্রিয়ঙ্কা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন