প্রিয়ঙ্কার সঙ্গে ঘটে গেল কোন মস্ত ‘ভুল’? ছবি: সংগৃহীত।
বলিউডের একটা বড় অংশ এই মুহূর্তে রয়েছে কান চলচ্চিত্র উৎসবে। প্রিয়ঙ্কা চোপড়া অবশ্য কানে গরহাজির। তিনি গিয়েছেন একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গয়না প্রস্তুতকারক সংস্থার অনুষ্ঠানে। সেখানে প্রিয়ঙ্কার সঙ্গে ঘটে গেল মস্ত একটা ‘ভুল’। ছবি দিলেন প্রিয়ঙ্কা নিজেই। তবে ‘ভুল’টা ধরলেন তাঁর অনুরাগীরা।
সোমবার ইতালির সিসিলি দ্বীপে একটি হিরের গয়না প্রস্তুতকারক সংস্থার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী তথা অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। সেখানে ফ্যাশন ইন্ডাস্ট্রির খ্যাতনামা সব তারকার সঙ্গে এক দারুণ সন্ধ্যা উপভোগ করেন তিনি। অভিনেত্রী ইনস্টাগ্রামে তাঁর সেই সন্ধ্যার এক ঝলক পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, দারুণ সব সুসজ্জিত পোশাক, মনোরম দৃশ্য এবং মুগ্ধকরা ইতালীয় খাবারের স্বাদ উপভোগ করেছেন তিনি।
তবে, গোল বাধল অন্যত্র। এত জাঁকজমক এবং মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে প্রিয়ঙ্কার অনুরাগীরা একটি অপ্রত্যাশিত ‘ত্রুটি’ লক্ষ করেন, যা দ্রুত নেটমহলে আলোচনার বিষয় হয়ে ওঠে।
প্রিয়ঙ্কার শেয়ার করা একটি ছবিতে দেখা গিয়েছে, নৈশভোজের সময় একটি ক্লোজ়আপ ছবিতে তাঁর প্লেস কার্ডে নামের বানানটি ভুল। ইংরেজিতে তাঁর নামের সঠিক বানানের পরিবর্তে লেখা ছিল, ‘পি-আর-ওয়াই-আই-এ-এন-কে-এ’, যেটা ব্যাকরণগত ভাবে হওয়া উচিত ‘পি-আর-আই-ওয়াই-এ-এন-কে-এ’।
ইনস্টাগ্রাম পোস্টের মন্তব্য বিভাগে একজন প্রশ্ন তুলেছেন, ‘সব কিছুই উচ্চমানের, কিন্তু প্রিয়ঙ্কার বানান একেবারে ভুল।’ আর এক জন অনুরাগী অনুষ্ঠানের আয়োজকদের ‘বর্ণবিদ্বেষী’ তকমা দিয়েছেন। যদিও এই প্রসঙ্গে প্রিয়ঙ্কার তরফে কোনও বিবৃতি মেলেনি।