Urvashi Rautela

সব দোষ এক সত্তরোর্ধ্ব বৃদ্ধার? কানের লাল গালিচায় ছেঁড়া জামা প্রসঙ্গে কাকে দায়ী করলেন উর্বশী?

বাম দিকের বাহুর নীচের অংশ ছেঁড়া! লাল গালিচায় হাঁটার সময় উর্বশীর পোশাকের দৈন্য ধরা পড়ে স্পষ্ট। শুরু হয় হাসাহাসি। এ বার নায়িকা দিলেন পাল্টা যুক্তি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১৪:৪৭
Share:

বাহু ছেঁড়া পোশাকেই কেন হাঁটতে হল উর্বশীকে? ছবি: সংগৃহীত।

কান চলচ্চিত্র উৎসবে পা রেখেছেন উর্বশী রৌতেলা। প্রথম দিন তোতাপাখির মতো সেজে লাল গালিচায় হাঁটেন। তা নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা হল বিস্তর। কিন্তু বিপত্তি ঘটল দ্বিতীয় দিনে। রবিবার পোশাকশিল্পী নাজা সাদের তৈরি কালো রঙের একটি গাউন বেছে নিয়েছিলেন। আধা স্বচ্ছ পোশাকটি পরে মঞ্চে এসে উপস্থিত দর্শকদের উদ্দেশে হাত নাড়তেই বিপত্তি। বাম দিকের বাহুর নীচের অংশ ছেঁড়া! স্পষ্ট দেখা গেল তা।

Advertisement

মুহূর্তের মধ্যে অভিনেত্রীর সেই ছবি, ভিডিয়ো ভাইরাল। শুরু হয় হাসহাসি। যদিও যে কোনও পরিস্থিতিতে উর্বশী হাজির হন তাঁর জবাব নিয়ে। এ বারও তার ব্যতিক্রম হল না। অকাট্য যুক্তি দিলেন তিনি।

উর্বশী জানালেন, তাঁর ছেঁড়া পোশাকের জন্য দায়ী এক ৭০ বছরের বৃদ্ধা। কানের লাল গালিচায় যত বার তিনি হাত নাড়িয়েছেন তত বার ছেঁড়া পোশাক বেরিয়ে পড়েছে। আন্তর্জাতিক মঞ্চে প্রশ্নও উঠেছে, উৎসবমঞ্চে ছেঁড়া পোশাকে দেশের প্রতিনিধিত্ব! এ তো গেল বিদেশি অভ্যাগতদের ব্যঙ্গ। নিজের দেশের লোকেরাও কি ছেড়ে কথা বলেছেন উর্বশীকে? একেবারেই না। কারও কটাক্ষ, “কানে ছেঁড়া পোশাক পরা প্রথম ভারতীয়!” কারও বিদ্রূপ, “প্রচারের লোভে শেষে ছেঁড়া পোশাকে কান মঞ্চে উপস্থিত হতেও বিন্দুমাত্র দ্বিধা বোধ করলেন না অভিনেত্রী!”

Advertisement

নেটপাড়ায় উর্বশীর পোশাক নিয়ে যখন হাসির রোল, ঠিক সেই সময় মুখ খুললেন অভিনেত্রী। তিনি জানান, কানের মূল অনুষ্ঠানকক্ষে যাওয়ার জন্য নাকি বড্ড তাড়ায় ছিলেন তিনি। তাড়া দিতে থাকেন গাড়ির চালককেও। ফলে চালক তাড়াহুড়ো করে গাড়ি চালাতে শুরু করেন। ঠিক সেই সময় গাড়ির সামনে চলে আসেন ৭০ বছর বয়সি এক বৃদ্ধা। আপৎকালীন ব্রেক কষতে হয় চালককে। পরিস্থিতি এমনই হয়, ছিঁড়ে যায় উর্বশীর জামা।

অভিনেত্রীর কথায়, ‘‘আমার নিজের ছেঁড়া পোশাক নিয়ে চিন্তা নেই। বরং একটা মানুষের সুরক্ষা আমার কাছে সবার আগে। আমার ছেঁড়া পোশাক নিয়ে হাত নাড়তে অসুবিধে হয়নি। কারণ, আমি আমার দেশের নাম উজ্জ্বল করতে চেয়েছিলাম। আমি নিজেকে অবলা নারী, পরিস্থিতির শিকার— এমন প্রতিপন্ন করতে চাইনি। বরং নিজেকে রানির মতো উপস্থিত করতে চেয়েছিলাম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement