Entertainment News

অস্কারে নজর কাড়লেন ফ্যাশনেবল প্রিয়ঙ্কা

হলিউডে পায়ের তলার জমি ধীরে ধীরে শক্ত করছেন প্রিয়ঙ্কা চোপড়া। সৌজন্যে ‘কোয়ান্টিকো’র মতো জনপ্রিয় টিভি সিরিজ। সঙ্গে রয়েছে ‘বেওয়াচ’-এর মতো ছবিও। অস্কার মঞ্চে তাঁর উপস্থিতি নিয়ে যে অন্য রকম আগ্রহ থাকবে তা অজানা নয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৪৪
Share:

হলিউডে পায়ের তলার জমি ধীরে ধীরে শক্ত করছেন প্রিয়ঙ্কা চোপড়া। সৌজন্যে ‘কোয়ান্টিকো’র মতো জনপ্রিয় টিভি সিরিজ। সঙ্গে রয়েছে ‘বেওয়াচ’-এর মতো ছবিও। অস্কার মঞ্চে তাঁর উপস্থিতি নিয়ে যে অন্য রকম আগ্রহ থাকবে তা অজানা নয়।

Advertisement

প্রথমে প্রিয়ঙ্কার অস্কার মঞ্চে উপস্থিতি নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে খবর পাওয়া যায়, অস্কারের রেড কার্পেটে তিনি হাজির থাকবেন। এবং রবিবার তিনি থাকলেনও রাজকীয় মেজাজে। অনেকটা যেন এলেন, দেখলেন আর জয় করলেন। তাবড় তাবড় অভিনেতাদের মাঝেই আলাদা করে নজর কেড়েছেন প্রিয়ঙ্কা।

আরও পড়ুন, অনুষ্কার সঙ্গে কথা বলবেন? এই নিন নায়িকার হোয়াট্‌সঅ্যাপ নম্বর

Advertisement

শুধু অভিনয় নয় ফ্যাশন সেন্সেও যে তিনি অনেকের থেকেই এগিয়ে তা আরও এক বার প্রমাণ হল। সাদা লং গাউন স্ট্রেট হেয়ার আর ন্যুড মেকআপে যাবতীয় ফোকাস কেড়ে নিয়েছিলেন তিনি। প্রিয়ঙ্কাকে অস্কার মঞ্চে দেখে বিটাউনের অনেকেই বলছেন হলিউডে গিয়েও নিজের ক্যারিশ্মা আলাদা করে চিনিয়ে দিচ্ছেন নায়িকা।

শুধু অভিনয় নয় ফ্যাশন সেন্সেও যে তিনি অনেকের থেকেই এগিয়ে তা আরও এক বার প্রমাণ হল। সাদা লং গাউন স্ট্রেট হেয়ার আর ন্যুড মেকআপে যাবতীয় ফোকাস কেড়ে নিয়েছিলেন তিনি। প্রিয়ঙ্কাকে অস্কার মঞ্চে দেখে বিটাউনের অনেকেই বলছেন হলিউডে গিয়েও নিজের ক্যারিশ্মা আলাদা করে চিনিয়ে দিচ্ছেন নায়িকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement