অসহিষ্ণুতা নিয়ে মুখ খুললেন প্রিয়ঙ্কা

শাহরুখ, আমিরের পর এ বার প্রিয়ঙ্কা চোপড়া। অসহিষ্ণুতা বিতর্কে মুখ খুললেন নায়িকা। তিনি জানিয়েছেন, অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করতে যেন দেশের মানুষ যেন একটু বেশিই আগ্রহী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৫ ১১:২৭
Share:

শাহরুখ, আমিরের পর এ বার প্রিয়ঙ্কা চোপড়া। অসহিষ্ণুতা বিতর্কে মুখ খুললেন নায়িকা। তিনি জানিয়েছেন, অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করতে যেন দেশের মানুষ যেন একটু বেশিই আগ্রহী। ‘বাজিরাও মস্তানি’র প্রচারে গিয়ে তিনি বলেন, ‘‘আমরা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি। যেখানে প্রত্যেক মানুষেরই নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আমাদের পূর্বপুরুষেরা দেশকে বাক-স্বাধীনতা দিতে লড়াই করেছিলেন। আমাদের উচিত তাঁদের সেই লড়াইকে সম্মান করা।’’

Advertisement

প্রিয়ঙ্কার মতে, গত কয়েক বছরে দেশে বহু ঘটনা ঘটেছে। কিন্তু হঠাত্ই যেন দেশের মানুষ সব বিষয় নিয়ে অনেক বেশি মন্তব্য করছেন। এর ফলেই সমালোচনার ঝড় উঠছে। নিজের জন্মদিনেই অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলেন শাহরুখ খান। তিনি বলেন, দেশে উগ্র অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে। দিন কয়েক আগে আমির খান একটি অনুষ্ঠানে বলেন, এ দেশে নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি। তাই তাঁর স্ত্রী কিরণ তাঁকে অন্য দেশে গিয়ে থাকার পরামর্শও দিয়েছেন। এর পরই দেশ জো়ড়া সমালোচনার মুখে পড়তে হয় আমিরকে। প্রিয়ঙ্কা সেই বিতর্ককে আরও এক ধাপ উস্কে দিলেন বলেই মনে করছেন বলিউডের একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement